WBPSC-র মাধ্যমে অবশেষে অফিসার নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন –

WBPSC: প্রতীক্ষার অবসান অবশেষে WBCS ২০২৪ পরিক্ষা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো। WBCS পরীক্ষা হল পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক দপ্তরে সরকারি কর্মচারী নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটি পশ্চিমবঙ্গের WBPSC দ্বারা আয়োজিত হয়। এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন পদে যেমন – প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কর্মী নিয়োগ করে।

সাম্প্রতিক wbcs ২০২৩ মেইন পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এবারে ২০২৪ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল। আগামী কিছুদিনের মধ্যেই ২০২৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। নিম্নে নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

wbpsc

শূন্য পদের নাম: –

wbpsc মাধ্যমে প্রতি বছর রাজ্যে ডাব্লুবিসিএস কর্মী নিয়োগ করা হয়। এখানে রাজ্য সরকার বিভিন্ন পদে যেমন- প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে গ্রুপ A, B, C, & D পদে নিয়োগ করা হবে।

আবেদন যোগ্যতা (WBPSC): –

অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীর বয়স নুন্যতম ২১ বছর থেকে ৩৬ বছর মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: –

অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in. সাহায্য নিতে হবে। আবেদনের প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরিপ্রার্থীদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া: –

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম করতে হবে। সর্ব প্রথমে Preliminary পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মেইন পরীক্ষার জন্য ডাক পাবে। মেইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সবশেষে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এর জন্য ডাকা হবে।

Read More :মাধ্যমিক পাশে ডাক বিভাগে গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন 19,900 টাকা – India Post Office Job Recruitment

 

পরীক্ষার সিলেবাস: –

WBCS পরীক্ষার সিলেবাস সাধারণত তিনটি স্তরে বিভক্ত। প্রিলিমিনারি, মেইন, এবং ইন্টারভিউ। নিম্নে সিলেবাসের বিস্তারিত বিবরণ দেওয়া হল-

১. প্রিলিমিনারি সিলেবাস:

প্রিলিমিনারি পরীক্ষা একটি Objective Type (Multiple Choice Questions) পরীক্ষা হয়। এতে মোট 200 নম্বরের 2টি পেপার থাকে।

পেপার ১:

  1. •ভারত ও বিশ্বের ইতিহাস।
  2. •ভূগোল (ভারত এবং বিশ্ব)।
  3. •ভারতের রাজনীতি এবং সুশাসন।
  4. •সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন।
  5. •বিজ্ঞান ও প্রযুক্তি।
  6. •ভারতীয় সংস্কৃতি।
  7. •সাম্প্রতিক ঘটনা।
  8. •পরিসংখ্যান ও গাণিতিক দক্ষতা।

পেপার ২:

  • •গাণিতিক দক্ষতা।
  • •যুক্তির ক্ষমতা ও বিশ্লেষণী ক্ষমতা।
  • •তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ।
  • •কম্পিউটার অপারেশনস।
  • •ভাষা দক্ষতা।

২. Mains পরীক্ষার সিলেবাস:

মেইন পরীক্ষা লিখিত হয় এবং এতে 6টি পেপার থাকে। এর মধ্যে 2টি পেপার ভাষার (Compulsory) এবং 4টি সিলেবাস ভিত্তিক পেপার (Optional) থাকে।

৩. Personality Test (সাক্ষাৎকার):

মেইন পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়, এই ইন্টারভিউ 200 নম্বরের হয়। এটি সাধারণত প্রার্থীর মানসিকতা, দৃষ্টিভঙ্গি, সাধারণ জ্ঞান, এবং পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা যাচাই করতে সহায়তা করে।

Official Short Notification : Click Here

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন –

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x

Leave a Comment