ফের স্বাস্থ্য দপ্তরে 5 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে চাকরির সুযোগ – West Bengal Health Recruitment

West Bengal Health Recruitment :স্বাস্থ্য দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে যোগ্যতা নিরিখে ২৩ জেলার আগ্রহে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক হিসেবে সম্পাদন করা হবে। তবে এক্ষেত্রে বহু পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর নভেম্বর পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে চাকরির জন্য আবেদন জানাতে চাই তারা অবশ্যই শেষ পর্যন্ত করবেন। নিচে এই সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে।

west bengal health recruitment

সর্ব প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ( West Bengal Health Recruitment)

স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর রিক্রুটমেন্ট অপশনে গিয়ে প্রার্থীকে অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নিতে হবে এবং তারপর অনলাইন আবেদন লিংকে ক্লিক করে পুরো ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। আবেদন চলাকালীন প্রার্থীকে যথাযথ সাইজের ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করে প্রার্থীকে ওই আবেদনপত্রটির প্রিন্ট আউট কপি বের করে রাখতে হবে।

 

করতে অথবা ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ: 

প্রাপ্তির বেশ কিছু জরুরী ডকুমেন্টস এক্ষেত্রে প্রয়োজন রয়েছে –

  • 1. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
  • 2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট
  • 3. প্রার্থী যদি কোন সংরক্ষিত জাতি থেকে হয়ে থাকে তাহলে তার প্রমাণ
  • 4. পাসপোর্ট সাইজের ছবি ও সাদা কাগজের সিগনেচার
  • 5. প্রয়োজন মতো টেকনিক্যাল যোগ্যতা যদি লাগে
  • 6. প্রার্থী যদি কোন অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণ
  • 7. প্রার্থীর পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  • 8. এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্টস

 

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন এবং পরিপূর্ণ যোগ্যতার অধিকারী হবেন সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য যেহেতু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হবে তাই একাডেমিক স্কোর ও ইন্টারভিউ এর উপর বেশিরভাগ পদে নিয়োগ করা হবে। আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন।

 

এবার আসা যাক শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত :

 

নিয়োগের সংস্থা : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে জেলাভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে মোট ৫ ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বহুমুখী কর্মীর, যোগ ব্যায়াম প্রশিক্ষক আয়ুশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Recruitment DepartmentWest Bengal Health Department ( DHFW)
Name of postsVarious
Application Mode Online
Last Date Of Application20 November 2024
Eligibility CriteriaAs Per Post

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য  : প্রত্যেকে এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন থাকতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রেজুয়েশন কিংবা ডিপ্লোমা ডিগ্রী ইত্যাদি যোগ্যতা থাকলে আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন পাশাপাশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এছাড়াও প্রত্যেক পদ সম্পর্কে যোগ্যতা জানতে অফিশিয়াল নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারেন।

 

বয়স সীমা : যদিও বিভিন্ন পদের জন্য বয়স সীমা আলাদা আলাদা থাকা দরকার, তাদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছর এবং কিছু কিছু পদের জন্য নূন্যতম ২১ বছর থেকে সর্বাধিক ৫০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।

 

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন বিভিন্ন পদের জন্য বিভিন্ন নির্ধারণ করা হয়েছে। একে তো সর্বনিম্ন ৮ হাজার থেকে সবারে ৪০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পদে মাসিক বেতন দেওয়া হবে।

 আরও পড়ুন 👉👉রাজ্যে SDO লেভেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করুন

আবেদন মূল্য (West Bengal Health Recruitment) :

এক্ষেত্রে ডিমান্ড ড্রাফট করে আবেদন মূল্য জমা করতে হবে। অসংরক্ষিতদের জন্য এক্ষেত্রে ১০০ টাকা আবেদন মূল্য এবং সংরক্ষিতদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। ডিমান্ড ড্রাফট ঠিকানা জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

 

এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে চাই তারা আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া হবে –

Official Notification : Download 

Official Website : Click Here 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you