West Bengal Health Recruitment : স্বাস্থ্য দপ্তরে ৭ ধরনের পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন

 জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকলে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আপনার যোগ্যতা অনুযায়ী পদে আবেদন করতে পারেন। নিম্নে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম সমূহ,আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ পদ্ধতি প্রভৃতি আলোচনা করা হলো।

West Bengal Health Recruitment

west bengal health recruitment

•আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট https://hr.wbhealth.gov.in/ দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আবেদন চলাকালীন রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড দিতে হবে। ‌ সবশেষে আবেদনফি প্রদান করতে হবে।

 

•প্রার্থী বাছাই প্রক্রিয়া:

চাকরিপ্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্ব প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ এবং ‌একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুত করা হবে।

 

•আবেদন ফি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য UR/OBC চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় আবেদন মূল্য ১০০ টাকা। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা- SC/ST আবেদন মূল্য ৫০ টাকা।

•শূন্য পদ সমূহ :

 জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদ গুলির নাম হলো-

১.Medical Officer.

২.Gynecologist.

৩.Pediatrician.

৪.GDMO.

৫.Dental Hygienist.

৬.Dental Technician.

৭.Municipality Account Manager.

 

•বয়স সীমা:

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি‌ প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৪০ বছর। তবে Medical officers পদে আবেদনকারী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ‌৬৭ বছর। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

 

•মাসিক বেতন:

Medical Officer পদে মাসিক বেতন রয়েছে ৬০,০০০ টাকা। Gynecologist পদে আবেদনকারী মাসিক বেতন ৭০,০০০ টাকা। Pediatrician পদে মাসিক বেতন ৭০,০০০ টাকা। GDMO পদে আবেদনকারীর বেতন রয়েছে ৬০,০০০ টাকা। Dental Hygienist পদের জন্য আবেদনকারীর মাসিক বেতন ২২,০০০ টাকা। Dental Technician পদের জন্য মাসিক বেতন ২২,০০০ টাকা। Municipality Account Manager পদের জন্য মাসিক বেতন ২৬,০০০ টাকা।

 

•শিক্ষাগত যোগ্যতা:

এক্ষেত্রে বিভিন্ন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অথবা স্নাতক বা ডিপ্লোমা বা ডিগ্রি বা মেডিক্যাল যোগ্যতা থাকতে হবে। এছাড়াও পদ সম্পর্কে আরও  বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

•আবেদন তারিখ:

২৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে, এই‌ আবেদন প্রক্রিয়া আগামী ১৪ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সে সমস্ত চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আগে বিস্তারিত জেনে নিবেন।

আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবরের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও ব্যবসার সম্পর্কেও বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। যে সমস্ত প্রার্থীরা আগ্রহী তারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবার আগে সমস্ত রকমের খবর পাওয়ার জন্য।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x