রাজ্য DM অফিসে প্রচুর Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ – West Bengal Group D Post Recruitment

West Bengal Group D Post Recruitment : অবশেষে রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুন সুখবর এল। কেননা রাজ্যে গ্রুপ ডি লেভেলে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের কাছে আবেদন চাওয়া হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে ছেলে মেয়ে সকল চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচের রাজ্যের সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মী নিয়োগের শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

West Bengal Group D Post Recruitment 

west bengal group d post recruitment

পদের নাম সমূহ :

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে প্রায় 6 ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। রাধুনি থেকে কর্মবন্ধু ও নাইট গার্ড সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে। 

Post Category Group D LEVEL 
Post Name Karmabandhu, Night Guard, Superintendent and Others

 

শিক্ষাগত যোগ্যতা :

এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু আলাদা আলাদা প্রতিনিয়ত করা হবে তাই শিক্ষাগত যোগ্যতা ও আলাদা আলাদা থাকতে হবে। বেশিরভাগ পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং কিছু কিছু পদের জন্য মাধ্যমিক পাস এবং একটি পদের জন্য গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকতে হবে। 

SuperintendentGraduate
Others 8th Passed and 10th Passed

বয়সসীমা : 

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে নূন্যতম 21 বছর থেকে সর্বাধিক 40 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

Age CategoryAge Limit
GeneralMinimum 21 and Maximum 40
Reserve Category Age Relaxation as per govt rules

মাসিক বেতন :

মাসিক বেতন শুরু হবে 5 হাজার টাকা থেকে সর্বাধিক 15 হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা আলাদা দেওয়া হবে। পদ অনুযায়ী যোগ্যতা দেখে নিবেন।

Post CategorySalary
Superintendent15,000
Others5-8 thousands

 

কীভাবে আবেদন করতে হবে

যে সমস্ত চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী হবেন তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে একটি আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করতে নিচে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টস দিয়ে নিদিষ্ট ঠিকানায় নিদিষ্ট সময়ের আগে জমা করতে হবে।

 

আবেদন মূল্য : অফলাইন মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য জমা করতে হবে না

 

নিয়োগ পদ্ধতি : 

যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে যদিও আলাদা আলাদা তোদের জন্য আলাদা আলাদা ভাবে নিয়োগ করা হবে তবে সমস্ত গ্রুপ ডি লেভেলের পদের জন্য প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং সুপারটেনডেন্ট পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Application ModeOffline
Recruitment ProcessWritten Exam and Interview Only
Application Date 12 December 2024

আবেদন করার তারিখ সমূহ : 

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা আবেদন পত্র জমা করতে পারেন 25 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –

Official Notification Download 
Official Website Click Here

আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে নিচে ক্লিক করে দেখে নিবেন 👇👇👇

Leave a Comment