PRAKALPO

বিনামূল্যে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার! রাজ্যের বাসিন্দা হলে দারুণ সুযোগ – West Bengal Government Scheme

Published by
JR Team

West Bengal Government Scheme : বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার গৃহহীন মানুষের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। এবার গ্রাম এলাকার পাশাপাশি শহর এলাকায় গৃহহীন মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাটের ব্যবস্থা করতে চলেছে। রাজ্যের সকল গৃহহীন নাগরিক এই প্রকল্পের মাধ্যমে তাদের স্বপ্নের ফ্লাট বাড়ি পেতে চলেছেন। তাই আপনি যদি শহর এলাকার বাসিন্দা হয়ে থাকে এবং আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি নির্মাণ ইচ্ছে থাকা সত্ত্বেও অর্থের অভাবে করতে পারছেন না তাহলে এই প্রকল্পের মাধ্যমে আবেদন জানিয়ে ফ্ল্যাট বাড়ি পেতে পারেন।

West Bengal Government Scheme

ইতিমধ্যেই প্রথম পর্যায়ে বেশ কিছু পরিবারকে ফ্ল্যাট বাড়ি প্রদান করা হয়েছে। পরবর্তীকালে ধাপে ধাপে আরো বাকি আবেদনকারীদের গৃহ প্রদান করা হবে। তাই আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চাইলে এই প্রকল্পের মাধ্যমে গৃহের আবেদন জানাতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ৩০০ টি ফ্লাট প্রদান করতে চলেছেন। পরবর্তীকালে রাজ্য সরকার এই সংখ্যা ধাপে ধাপে বাড়াতে চলেছে। কলকাতা সহ বিভিন্ন শহর এলাকা এবং তার আশেপাশে বস্তি বসবাসকারী মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা ভালো বাসস্থানের সুবিধা পেতে পারে।

বিনামূল্যে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার: –

কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় এই প্রকল্প। যার মাধ্যমে বাগবাজার এলাকায় ৩০০টি নতুন ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। এই ফ্ল্যাট গুলি মূলত বাগবাজারের সারদা মায়ের বাড়ি সংলগ্ন এলাকায় থাকা বস্তিবাসীদের জন্য নির্মিত হবে। বাগবাজারের এই এলাকায় যেহেতু টুরিস্ট এলাকায় পড়ে, তাই এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য বস্তি এলাকা সরিয়ে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই এই অঞ্চলের ৮০ টি পরিবারকে নতুন ফ্ল্যাটে স্থানান্তরিত করা হয়েছে, যা প্রকল্পের প্রথম ধাপের সাফল্য নির্দেশ করে। পরবর্তীকালে ধাপে ধাপে আরো ফ্ল্যাট প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা: –

বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্পে চাইলেই রাজ্যের সকল অধিবাসী আবেদন করতে পারবেন না, এই প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

  1. • বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্পে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিবারের নির্ধারিত বার্ষিক আয়ের সীমার মধ্যে থাকতে হবে।
  2. • আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, আয় প্রমাণপত্র ইত্যাদি জমা দিতে হবে।
  3. • যারা বস্তি এলাকায় বসবাস করেন বা যাদের জমি বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে, তাদের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রদান করা হয়।
  4. • কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের বিভিন্ন বস্তি এলাকায় এই ধরনের প্রকল্প চালু রয়েছে।
  5. • অনেক সময় টুরিস্ট এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য বস্তি এলাকার সরিয়ে তাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়।

ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু পরিবার এই প্রকল্পের মাধ্যমে গৃহ পেয়েছেন। পরবর্তীকালে ধাপে ধাপে বাকিদের গৃহ প্রদান করা হবে। তাই আগ্রহী নাগরিকরা এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে আপনাদের স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

এই অনলাইন পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের চাকরির খবরের পাশাপাশি দেশের বিভিন্ন ধরনের চাকরির খবর এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের প্রকল্পের খবরের আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.