রাজ্যের জন্য ফের প্রকল্পের উপহার মমতার! পেতে পারেন নগদে 5000 টাকা! রইল বিস্তারিত -West Bengal Government Scheme

Published by
JR Team

কম-বেশি বাংলা সকল জনগণই জানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনমুখী বিভিন্ন প্রকল্পের আবিষ্কারক। কেননা তার শাসনকালে এমন কিছু প্রকল্পের সূচনা হয়েছে যা বিশ্বের মাথা উঁচু করেছে। রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন। তিনি রাজ্যের ছেলে- বুড়ো থেকে শুরু করে মহিলা কিংবা মেয়ে, বিবাহিত কিংবা অবিবাহিত, চাকরিজীবী কিংবা বেকার সকলের জন্য নানা ধরনের প্রকল্পের সূচনা করেছেন । ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার বহু জনগণও সরকারের পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেম। West Bengal Government Scheme

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। তিনি জনগণের সুবিধার্থে বিভিন্ন দিক লক্ষ্য করে বিভিন্ন ধরনের প্রকল্প সূচনা করেছেন। খাদ্য থেকে স্বাস্থ্য ও সড়ক থেকে যাতায়াত, বিবাহিত কিংবা অবিবাহিত, পড়ুয়া কিংবা বেকার সকলের জন্য এমন ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। বর্তমানে ঘরে বসে সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন এক পরিষেবা চালু করেছেন যার মাধ্যমে ঘরে বসে অসুবিধার কথা ফোন কলের মাধ্যমে জানানো যায়। ইতিমধ্যে ‘দিদিকে বলো’ প্রকল্পের মাধ্যমে বহু মানুষ মানুষ সুবিধা পেয়েছেন । West Bengal Government Scheme

 

এবার রাজ্য সরকারের এমন এক প্রকল্পের কথা বলতে চাচ্ছি, যার মাধ্যমে রাজ্যের এক শ্রেণীর মানুষ এককালীন ৫০০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পেতে পারেন। শুধু তাই নয়, পাশাপাশি আর্থিক সাহায্য সহ আরও বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে এই শ্রেণীর মানুষদের। ইতিমধ্যে রাজ্য সরকার কর্তৃক সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়িয়েছেন। যেখানে আগে সাধারণ ও সংরক্ষিতদের জন্য মাসিক ৫০০ ও ১০০০ টাকা দেওয়া হতো তা সম্প্রতি বৃদ্ধি করে ১০০০ ও ১২০০ টাকা করা হয়েছে । কিন্তু এই প্রকল্পের পাশাপাশি রাজ্যবাসীর জন্য আরও বিশেষ উপহার দিচ্ছেন রাজ্য সরকার।

 

ইতিমধ্যে রাজ্যের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীরা কন্যাশ্রী কিংবা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পাচ্ছেন এবং বয়স্কদের জন্য চালু করেছেন বয়স্ক ভাতা। পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ, এছাড়াও সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান। পাশাপাশি বিভাগ হয় বিবাহের সময় কন্যা সন্তানদের এককালীন ২৫ হাজার টাকার রূপশ্রী প্রকল্প। এবার তিনি রাজ্যের তন্তু ও তাতশিল্পীদের জন্য বিশেষ উপহার মূলক প্রকল্প নিয়ে এসেছেন। West Bengal Government Scheme

 

জানা গিয়েছে রাজ্য সরকার করতে তাত ও তন্তুজীবীদের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁতিদের উদ্ধার করতে একগুচ্ছ সুবিধাও ঘোষণা করা হয়েছে।

তাদের জন্য এককালীন কো-অপারেটিভ ব্যাঙ্কের ঋণ মকুব, সুতো কেনার জন্য ১০ শতাংশ পর্যন্ত ছাড়, এককালীন ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের সুবিধা, তাঁতঘর মেরামত সহ সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে,  তাঁতঘর মেরামত এবং সরঞ্জাম কিনতেই এককালীন ৫০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।West Bengal Government Scheme

 

পাশাপাশি পাশাপাশি ৬০ বছরের কম তাঁত শিল্পী কিংবা তার সঙ্গে জড়িত কোন ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার পরিবারকে আর্থিক সাহায্য করতে আরো দুই লক্ষ টাকা সরকার কর্তৃক দেওয়া হবে।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.