ফের সুযোগ মাসে 1000 ও 1200 টাকা পাওয়ার, এই জায়গায় গিয়ে আবেদন করুন -West Bengal Government Scheme

২০১১ সালে ৩৪ বছরের রাজত্ব করা বামেদের শাসনের অবসান হয়ে গঠিত হয় তৃণমূল সরকার। তৃণমূল সরকার গঠনের পর রাজ্যবাসীদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছে। আর এই প্রকল্পগুলি রাজ্যবাসীকে আর্থিক দিক সহ অন্যান্য দিকে সহায়তা দিয়েছে। রাজ্য সরকারের নামকরা বিভিন্ন প্রকল্পের (West Bengal Government Scheme) মধ্যে অন্যতম হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে বারোশো টাকা পান। এবার এই প্রকল্পে আবেদনের জন্য আরও একটি সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। West Bengal Government Scheme

west bengal government scheme

পশ্চিমবঙ্গবাসীরা যাতে নিজের এলাকা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির (Government Scheme) সুযোগ-সুবিধা পায় তার জন্য মমতা ব্যানার্জি ২০২০ সালের ১লা ডিসেম্বর থেকে শুরু করেছিলেন দুয়ারে সরকার কর্মসূচি (Duare Sarkar Scheme)। যে সকল কর্মসূচির জন্য বিভিন্ন এলাকায় এই দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়ে থাকে সেই সমস্ত এলাকায় সরকারি অধিককারীকরা নিজে সাধারণ মানুষ এর কাছ থেকে বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করেন। তবে শুধু আবেদনপত্র গ্রহণ নয় আবেদনপত্র গ্রহণের পর প্রকল্পের সুবিধাও পান নাগরিকরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের মানুষদের আরও বেশি করে নিজের এলাকায় বসে প্রকল্পের সুবিধা পাওয়ানোর জন্য বছরে অন্তত দুটি থেকে তিনটি দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ আগেই দিয়েছিলেন। এই নির্দেশের পর গত বছর ডিসেম্বর মাসে রাজ্যের শেষ বার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরপর লোকসভা ভোটের পরে আপাতত নতুন করে কোনো ক্যাম্প হয়নি। সম্ভবত খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্প এর আয়োজন করবে রাজ্য সরকার।

রাজ্য ভূমি সংস্করণ দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন -WB Land Reform Department Recruitment

তবে ঠিক কবে থেকে দুয়ারে সরকারের ক্যাম্প ( Duare Sarkar Camp) শুরু হবে শেষ সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার ছাড়া আরও বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্প (Government Scheme) গুলি আবেদন করা যাবে। নিজের এলাকাতে বসেই কন্যাশ্রী থেকে কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী।

Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x