West Bengal Government Scheme :রাজ্য সরকারের তরফে বেকার যুবক-যুবতীদের ১ লক্ষ টাকার ভর্তুকি প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রকল্পটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে স্বাবলম্বী হতে পারবেন। এই প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। তাই আবেদন প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে রাজ্য সরকারের নতুন প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- প্রকল্পের নাম, প্রকল্পের সুবিধা, আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি প্রভৃতি আলোচনা করা হলো।
•গতিধারা প্রকল্প ( West Bengal Government Scheme) :
রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক সময় একাধিক প্রকল্পের সূচনা করে থাকেন, তারমধ্যে অন্যতম হলো গতিধারা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের বাহন কেনার জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা ভর্তুকি প্রদান করে। ইতিমধ্যে রাজ্যের বেশ যুবক-যুবতীরা প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে গাড়ি কিনেছেন। পরবর্তীকালে গাড়ির মাধ্যমে ব্যবসা করে নিজের পায়ে সাবলম্বী হয়েছে। তাই রাজ্যের যে সকল বেকার যুবক-যুবতী তাদের ব্যবসায় গতি আনতে যানবাহনে প্রয়োজন রয়েছে অথচ টাকার অভাবে নিতে পারছেন না, তাদের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা অটো, ট্যাক্সি সহ ছোট অন্যান্য যানবাহন কিনে স্বাবলম্বী হতে পারবেন।
•গতিধারা প্রকল্পের সুবিধা:
গতিধারা প্রকল্প রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের জন্য শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা একাধিক আর্থিক সুবিধা পাবেন। এই আর্থিক সুবিধা নিয়ে উপভোক্তারা নিজস্ব পছন্দ মত ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। মূলত এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে বাহন কেনার জন্য টাকা দেওয়া হয়। অনেক ব্যবসায়ী রয়েছেন যারা গ্রামে গ্রামে ফেরিওয়ালার কাজ করে। তাছাড়াও হোম ডেলিভারির অনেক ব্যবসা রয়েছে যেগুলো পরিচালনা করতে যানবাহনের প্রয়োজন পড়ে। যেহেতু এরা ক্ষুদ্র ব্যবসায়ী তাই যানবাহন কেনার মত মূলধন যথেষ্ট অভাব রয়েছে। এদের কথা চিন্তা করে বর্তমান রাজ্য সরকার এই গতিধারা প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে যানবাহন কেনার জন্য আর্থিক সুবিধা পাবেন।
•গতিধারা প্রকল্পে আবেদন যোগ্যতা:
গতিধারা প্রকল্পে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা চাওয়া হয়েছে যেমন-
- ১. গতিধারা প্রকল্পে আবেদনের জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ থেকে চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
- ২. আবেদনকারীর পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার মধ্যে থাকতে হবে। ২৫ হাজারের উর্ধ্বে মাসিক বেতনভুক্ত যুবক-যুবতীরা এখানে আবেদন করতে পারবেন না।
- ৩. আবেদনকারীকে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্টার্ড হতে হবে।
- ৪. আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
•আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান থেকেই আপনারা আবেদনের ফরম পেয়ে যাবেন। আবেদনের ফর্মটি ভালোভাবে পূরণ করে জমা করতে হবে। এছাড়াও গতিধারা প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আপনারা স্থানীয় পৌরসভা অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন।
এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হল। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিন।
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর পেতে এবং বিভিন্ন দলের সরকারি প্রকল্প সহ সরকারি নানা রকম আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |