রাজ্যে DM অফিসের মহকুমায় চাকরির বিজ্ঞপ্তি, ১৮ বছর বয়সে পরীক্ষা ছাড়াই সুযোগ, এখনই আবেদন করুন

DM Office Recruitment: আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুজছেন? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা পরিষদের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্যতার নিরিখে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। মহিলা পুরুষ সকলে এক্ষেত্রে আবেদনের যোগ্য হবে। রাজ্য সরকারের অধীনস্থ চাকরি প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মহকুমা পরিষদ কর্তৃক এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে কনট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচের শূন্য পদ, যোগ্যতা, বয়স, বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করা হবে।

dm

নিয়োগের স্থান : ইতিমধ্যে রাজ্যের এক DM অফিস কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রার্থীকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদে।

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

রাজ্যের DM অফিসের জেলা পরিষদ এর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা একটি আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে পারবেন।

  • যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের দেওয়া নিচের লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারেন।
  • এরপর ওই আবেদন পত্রটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • আবেদন পত্র যথাযথভাবে পূরণ করতে হবে।
  • আবেদন পত্রের সঙ্গে দেওয়া খালি ঘরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি বসাতে হবে।
  • এরপর ওই আবেদনপত্রের সঙ্গে জরুরী বিভিন্ন ডকুমেন্ট সমূহের জেরক্স কপি দিয়ে একটি বদ্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে আবেদন পত্রটি জমা করতে হবে।

প্রয়োজনে নথিপত্র সমূহ :

অফলাইনে আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে –

  1. প্রার্থীর পূরণ করা আবেদন পত্র
  2. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা জন্ম তারিখ প্রমাণ
  3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট
  4. পাসপোর্ট সাইজের ছবি
  5. বাসিন্দা প্রমান হিসেবে ভোটার কার্ড ও আধার কার্ড
  6. জাতিগত সংশা পত্র থাকলে তার কপি
  7. অন্যান্য জরুরী ডকুমেন্টস

প্রার্থীর আবেদন পত্র জমা করার সময়সীমা :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন পত্র জমা করতে পারবেন ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এবং আবেদনপত্র জমা করার সময়সীমা হল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি ( ছুটির দিন বাদে) কিংবা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট এর মাধ্যমে জমা করতে পারবেন।

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :

যে সমস্ত প্রার্থীরা DM অফিসে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। প্রার্থীদের কম্পিউটার টেস্ট পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বমোট ৯০ নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে তার মধ্যে ১০০ নম্বরে কম্পিউটার টেস্ট ও ১০ নম্বরের ইন্টারভিউ আয়োজন করা হবে।

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো :

পদের নাম : জেলা পরিষদ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের সর্বনিম্ন বয়স থাকা দরকার ১৮ বছর এবং সর্বাধিক ৩৫ বছর এছাড়াও যারা সংরক্ষিত তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।

যোগ্যতা সমূহ : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় গ্রেজুয়েট পাস করতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। কমপক্ষে ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে।

এছাড়াও প্রার্থীকে ওই জেলার বাসিন্দা হতে হবে, যে জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন👉👉 : ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার আগে জারি একগুচ্ছ নিয়ম, না মানলে বিপদ! – WBPSC Clerkship Exam Guidelines

মাসিক বেতন : ডাটা এন্ট্রি অপারেটর( Data Entry Operator) পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে রাজ্য সরকার নির্ধারিত ১১,৯০০ টাকা বেতন দেওয়া হবে। তবে পরবর্তীতে সরকারের বিদেশমতো এই বেতন বৃদ্ধি হতে পারে।

আবেদন করার পূর্বে প্রার্থীরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।

Official Notification : Download

Application Form : Download

আরও পড়ুন👉👉 : ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার আগে জারি একগুচ্ছ নিয়ম, না মানলে বিপদ! – WBPSC Clerkship Exam Guidelines

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"