ফের রাজ্যে ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরে বহু ছেলে মেয়ে নিয়োগ শুরু, 23 জেলা থেকে সুযোগ – Data Entry Operator

Published by
Team JR

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আশার আলো দেখালো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ( Land & Land Reforms Department)। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে ডাটা এন্ট্রি (Data Entry Operator) পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ডাটা এন্ট্রি (Data Entry Operator) পদের জন্য কিভাবে আবেদন করতে হবে? আবেদনের শেষ সময় সীমা কত প্রভৃতি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। West Bengal Government Data Entry Operator Job Recruitment

পদের নাম- ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে ডাটা এন্ট্রি ( Data Entry Operator) পদে প্রার্থীদের নিয়োগ করার কথা জানানো হয়েছে। West Bengal Government Data Entry Operator Job Recruitment

শূন্য পদের সংখ্যা- এখানে ডাটা এন্ট্রি (Data Entry Operator) পদের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ৪০টি।

বেতন– ডাটা এন্ট্রি পদে যে কর্মীরা চাকরি পাবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে ১১ হাজার টাকা আয় করতে পারবে।

বয়স– ডাটা এন্ট্রি পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা-

১) প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে।

২) প্রার্থীদের কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অফলাইন মোডকেই বেছে নিতে হবে। প্রার্থীদের প্রথমে মুর্শিদাবাদ জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ওয়েবসাইট থেকে চাকরির ফর্ম ডাউনলোড করে নির্ভুলভাবে সেটিকে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস- ১) আধার কার্ডের কপি ২) এডুকেশন সার্টিফিকেট ও রেজাল্ট এর কপি ৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি ৪) কম্পিউটার সার্টিফিকেটের কপি।

সুখবর! বেকারত্ব কমাতে দারুণ উদ্যোগ সরকারের! পেতে পারেন লক্ষ লক্ষ টাকা! স্কিম গুলি দেখুন – Central Government Scheme

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় যে বিষয়গুলির উপর প্রশ্ন থাকবে তাহল পাটিগণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার। যে প্রার্থীরা এই পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদের কম্পিউটার টেস্ট এর জন্য ডাকা হবে। ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট এর পরীক্ষা হবে। দুটি পরীক্ষার ফলাফল মিলিয়ে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চাকরির স্থান- প্রার্থীদের মুর্শিদাবাদ জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ করা হবে।

বাড়ি বসে মাসে আসবে 9,300 টাকা! পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিচ্ছে অবিশ্বাস্য সুবিধা! কীভাবে দেখুন? -PNB Bank Investment Idea for Monthly Income 

আবেদন পত্র জমা করার ঠিকানা : আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর, গ্রাউন্ড ফ্লোর, মুর্শিদাবাদ অফিসের রিসিভিং বিভাগে একটি আসল আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের তারিখ– ২৩-০৭-২০২৪ থেকে ১৩-০৮-২০২৪ সোমবার থেকে শুক্রবার, সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র গ্রহণ করা হবে৷ Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.