শুধু ঘর নয়! ভূমিহীনদের জমিও দেবে রাজ্য সরকার! সুবিধা পেতে কী কী নথি দরকার? দেখুন বিস্তারিত – Bangla Awas Yojna

Bangla Awas Yojna :বাংলা আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণের টাকার পাশাপাশি ভূমিহীনদের বাড়ি করার জমি দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের যে সকল পরিবারের বাংলা আবাস যোজনায় আবাস নির্মাণের টাকা ঢুকেছে অথচ গৃহ নির্মাণের পর্যাপ্ত জমি নেই, তাদের গৃহনির্মাণের জন্যে ভূমি প্রদান করবে রাজ্য সরকার। সূত্রের খবর ভূমিহীন পরিবারগুলোকে জমির পাট্টা দিয়ে গৃহ নির্মাণের টাকা প্রদান করছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বিষয়টি দেখার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন।

Bangla Awas Yojna

• গৃহ নির্মাণের পাশাপাশি জমি দিচ্ছে সরকার (Bangla Awas Yojna) :

কেন্দ্র সরকার বর্তমানে রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আটকে দিয়েছে। তাই বাংলার সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, তার জন্য রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে বাংলা আবাস যোজনার প্রকল্প গ্রহণ করেছে। বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকার ‌বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকা প্রদান করেন। এবার আবাস যোজনার পাশাপাশি ভূমিহীনদের ভূমি প্রদানের ব্যবস্থা করা হলো।

বর্তমানে বেশ কিছু পরিবার বাংলা আবাস যোজনার অন্তর্গত টাকা না পাওয়ার ব্যাপারে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, বাংলা আবাস যোজনার অন্তর্গত ‌সমস্ত ব্যক্তি আবাসে বাড়ি পাওয়ার যোগ্য। কিন্তু বর্তমানে তারা ভূমিহীন বলে আবাস যোজনার টাকা পাচ্ছেন না। তাই তাদের জন্য আশেপাশে সরকারের খাস জমি থাকলে সেখান থেকে জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি বাংলা আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের টাকার পাশাপাশি গৃহ নির্মাণের জমি পেতে চান তাহলে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

• আবেদন পদ্ধতি:

বাংলা আবাস যোজনায় আবেদনের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো অফলাইনে সরাসরি BDO অফিসের মাধ্যমে। এখানে আবেদনের জন্য নির্দিষ্ট কোন ফর্ম নেই, সাধারণ সাদা কাগজে আপনার ঘরের প্রয়োজন রয়েছে এই সংক্রান্ত আবেদন পত্র লিখে জমা করতে হবে। অপর পদ্ধতিটি হল মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে কল করে অনলাইনে।‌ মুখ্যমন্ত্রী হেল্পডেস্ক নাম্বার সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খোলা থাকবে।

• বাংলা আবাস যোজনার যোগ্যতা ( Bangla Awas Yojna) :

বাংলা আবাস যোজনায় আবেদনের জন্য কিছু যোগ্যতা রয়েছে। নিম্নলিখিত যোগ্যতা যাদের রয়েছে একমাত্র তারাই বাংলা আবাস যোজনার অন্তর্গত গৃহনির্মাণের টাকা পাবেন।

  • ১. পরিবারের কোন সদস্য সরকারি কর্মচারী হলে আবেদন যোগ্য নয়।
  • ২. পরিবারের মাসিক আয় ১৫ হাজারের মধ্যে থাকতে হবে। এর বেশি হলে আবেদন করতে পারবেন না।
  • ৩. আবেদনকারী পরিবার ২.৫ একরের বেশি চাষের জমি থাকলে আবেদন করতে পারবেন না।
  • ৪. ইতিমধ্যে পরিবারদের যদি পাকা বাড়ি থাকে তাহলে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পটি একমাত্র তাদের জন্য যারা গৃহহীন অথবা কাঁচা বাড়ি।
  • ৫. পরিবারের কাছে‌ তিন চাকা অথবা চার চাকার বাহন থাকলে আবেদন করতে পারবেন না।
  • ৬. পরিবারের কোন সদস্য এর আগে আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের টাকা পেয়ে থাকলে বর্তমানে আর আবেদন করতে পারবেন না।

• প্রয়োজনীয় নথিপত্র:

বাংলা আবাস যোজনায় আবেদন করতে গেলে আবশ্যিক কিছু নথিপত্র প্রয়োজন রয়েছে। এই নথিপত্র গুলি হল – আপনার বর্তমান বাড়ির ছবি, আধার কার্ড, রেশন কার্ড, আপনার ব্যাঙ্কের পাসবুকের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স প্রভৃতি।

আরও পড়ুন : BDO অফিসে হিসাবরক্ষক পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB BDO Office Accountant Recruitment

এই প্রতিবেদনে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে তা অনলাইনে বিভিন্ন পোর্টাল থেকে নেওয়া হয়েছে। উপরোক্ত আলোচনার সম্পর্কে বা সরকারি প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট অথবা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।

আরও পড়ুন রাজ্য স্বাস্থ্য দপ্তরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Health DEO Job Recruitment

এই পোর্টালের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চাকরির খবরের পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প কিংবা ব্যবসার বিভিন্ন আইডিয়া সম্পর্কে প্রতিবেদন দিয়ে থাকি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর ও স্কিম সম্পর্কে আপডেট পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x