জরুরি নথিপত্র সমূহ :বেশ কিছু জরুরি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে - 1. বয়সের প্রমাণ পত্র 2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস 3. জাতিগত সংশয় পত্র 4. পাসপোর্ট সাইজের ছবি 5. আধার বা ভোটার কার্ড 6. অন্যান্য জরুরি ডকুমেন্টস
বাছাই প্রক্রিয়া : যারা সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। মোট 200 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং মোট প্রশ্ন থাকবে 100 টি। এরপর লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে 40 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।