চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যের সরকারি মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের এক সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল এর তরফে।

নিয়োগকারী সংস্থা: বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে। এক্ষেত্রে রাজ্যের সরকারি এক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

•পদের নাম (DEO): যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদ।

•আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে। প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

•প্রার্থী বাছাই প্রক্রিয়া: নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার নথিপত্র এবং কাজের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পত্র দেওয়া হবে।

•মাসিক বেতন: ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ১৬,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনে অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের যে কোন শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি/ ডিপ্লোমা/ সার্টিফিকেট সম্পূর্ণ করার এবং পরবর্তীকালে কোনও সরকারি অথবা বেসরকারি সংস্থায় MS অফিস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের ২|৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।