রাজ্যে DM অফিসের মহকুমায় চাকরির বিজ্ঞপ্তি, ১৮ বছর বয়সে পরীক্ষা ছাড়াই সুযোগ, এখনই আবেদন করুন

DM Office Recruitment: আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুজছেন? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা পরিষদের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নিয়োগের স্থান : ইতিমধ্যে রাজ্যের এক DM অফিস কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রার্থীকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদে।

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :  রাজ্যের DM অফিসের জেলা পরিষদ এর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা একটি আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে পারবেন।

প্রয়োজনে নথিপত্র সমূহ :  অফলাইনে আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে - 1. প্রার্থীর পূরণ করা আবেদন পত্র 2. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা জন্ম তারিখ প্রমাণ 3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট 4. পাসপোর্ট সাইজের ছবি 5. বাসিন্দা প্রমান হিসেবে ভোটার কার্ড ও আধার কার্ড 6. জাতিগত সংশা পত্র থাকলে তার কপি 7. অন্যান্য জরুরী ডকুমেন্টস

প্রার্থীর আবেদন পত্র জমা করার সময়সীমা :  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন পত্র জমা করতে পারবেন ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এবং আবেদনপত্র জমা করার সময়সীমা হল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি ( ছুটির দিন বাদে) কিংবা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট এর মাধ্যমে জমা করতে পারবেন।

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :  যে সমস্ত প্রার্থীরা DM অফিসে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। প্রার্থীদের কম্পিউটার টেস্ট পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বমোট ৯০ নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে তার মধ্যে ১০০ নম্বরে কম্পিউটার টেস্ট ও ১০ নম্বরের ইন্টারভিউ আয়োজন করা হবে।