চাকরি নয়, মাসে আয় 60-70 হাজার, SBI ব্যাংকের সঙ্গে শুরু করুন ব্যবসা - SBI Bank ATM Franchise Business
সরকারি চাকরির পেছনে না দৌড়ে ঘরে বসে মাসিক ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা উপার্জন করুন
রাস্তার পাশে SBI ATM খোলার মত কিছু জায়গা থাকলে আপনি আবেদন করতে পারবেন।
আপনি ন্যূনতম ৬০ থেকে ৭০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। আপনার এটিএম লেনদেন বৃদ্ধি পেলে এই উপার্জনের হার আরো বাড়বে।
ATM ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য আপনার কাছে ৫০ থেকে ৮০ স্কোয়্যার ফুট জায়গা থাকতে হবে।
সেই জায়গায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে।
SBI ATM ফ্র্যাঞ্চাইজির প্রয়োজনীয় নথিপত্র:- 1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ATM ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য, আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল- আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড লাগবে। 2. আবেদনকারীর রেশন কার্ড, ইলেকট্রিক বিল প্রমাণ পত্র। 3. ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুক, যার মাধ্যমে আবেদনকারী টাকার লেনদেন সম্পূর্ণ করতে পারবেন। 4. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ইমেল আইডি এবং একটি বৈধ ফোন নম্বর। 5. আবেদনকারীর বৈধ জিএসটি নম্বর।