Railway RRB Group D Recruitment : রেলে ১ লক্ষ গ্রুপ ডি চাকরি, দেখুন আবেদন পদ্ধতি ও যোগ্যতা -

আমরা সকলে জানি ভারতবর্ষে আরআরবির গ্রুপ ডি তে সর্ববৃহৎ নিয়োগ হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় প্রচুর শূন্য পদ রয়েছে রেল বিভাগে।

আমরা কম বেশি সকলে জানি রেলের তরফে বিভিন্ন নিয়োগ হয়ে থাকে তার মধ্যে সর্ববৃহৎ নিয়োগ হয়ে থাকে রেলের গ্রুপ-ডি।

ভারতীয় রেলের আরআরবি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সারা ভারত থেকে নিয়োগ করা হবে।

যোগ্যতা : রেলের গ্রুপটি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন যোগ্যতা থাকা দরকার মাধ্যমিক পাস কিংবা দশম শ্রেণী পাস।

– বিজ্ঞপ্তি প্রকাশ হলে প্রার্থীদের আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হবে। – প্রথমে প্রার্থীদের RRB অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে