Jio-র দীপাবলি অফার! মাত্র ১০১ টাকায় সারা মাস ফ্রী পরিষেবা, রইল বিস্তারিত
ভারতবর্ষের টেলিকম বাজারে বর্তমানে হাতেগোনা কয়েকটি মোবাইল নেটওয়ার্ক রয়েছে। তার মধ্যে অন্যতম সেরা Jio মোবাইল নেটওয়ার্ক।
জিওর ফ্রি সার্ভিস এর কাছে অন্যান্য মোবাইল নেটওয়ার্ক গুলি প্রতিযোগিতা পেরে ওঠেনি তাই ধীরে ধীরে অনেক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি হারিয়ে যায়।
সাম্প্রতিক জুলাইতে জিও কোম্পানি তাদের মোবাইলের রিচার্জ মূল্য বাড়িয়েছে। তাই সাধারণ নাগরিকের মধ্যে জিওর প্রতি ক্ষোভের সঞ্চয় দেখা দিয়েছে।
বহু মোবাইল ইউজার জিও সিম কার্ড থেকে BSNL দিকে সরে গিয়েছে। যার ফলে জিও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
১০১ টাকার নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। ১০১ টাকা রিচার্জ প্লানটি করলে আপনি ৬ জিবি হাই স্পিড ফোরজি ডাটা পাবেন।
আপনার মোবাইলটি যদি ফাইভ জি হয়ে থাকে তাহলে এই রিচার্জটি করলেই আনলিমিটেড ৫জি ডাটা পেয়ে যাবে। আপনি যদি রোজ আনলিমিটেড 5G ডেটা পেতে চান সেক্ষেত্রে ১৯৮ টাকার রিচার্জ করতে পারেন