ডাক ব্যাংকে বিপুল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ২৩ জেলা থেকে আবেদন করুন - India Post Payment Bank Recruitment

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

– • সহকারী ব্যবস্থাপক পদ। – • ম্যানেজার - আইটি (পেমেন্ট সিস্টেম) পদ। – • ম্যানেজার - আইটি (অবকাঠামো, নেটওয়ার্ক এবং ক্লাউড) পদ। – • ম্যানেজার – আইটি (এন্টারপ্রাইজ ডেটা ওয়ারহাউস) পদ। – • সিনিয়র ম্যানেজার - আইটি (পেমেন্ট সিস্টেম) পদ। – • সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পদ।

সকল প্রাপ্তবয়স্ক চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই আইটি বা কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের, বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে।