অষ্টম পাশে ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন - Bank Of India Job Recruitment

• Office Assistant • Financial Literacy Counsellor • Watchman cum Gardener

Office Assistant পদে আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। Financial Literacy Counsellor পদে আবেদনকারী বয়স ৬৩ বছরের উর্ধ্বে হতে হবে। Watchman cum Gardener পদে আবেদনকারীর বয়স ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে প্রয়োজন।

মাসিক বেতন ২০,০০০ টাকা। ফাইন্যান্সিয়াল লিটারেসি কাউন্সিলর পদে চাকরিপ্রার্থীর বেতন ১৮,০০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।