ফের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন -WBSHFWS Job Recruitment

ফের রাজ্য স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর কর্তৃক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা ও উপযুক্ত যোগ্যতা থাকলে WBSHFWS এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা সকলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন করার পূর্বে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হবে। WBSHFWS Job Recruitment

WBSHFWS

কীভাবে আবেদন করতে হবে : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে

3. আবেদন চলাকালীন সঠিক সাইজের পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে

4. এরপর অন্যান্য জরুরি সমস্ত তথ্য পূরণ করে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

5. মনে রাখতে হবে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে রাখতে হবে কেননা আবেদন পত্রটির প্রিন্ট আউট কপি ডকুমেন্টস ভ্যারিফিকেশনের সময় থাকতে হবে

 

আবেদন মূল্য : অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আবেদন মূল্য জমা করতে হবে। সাধারণদের জন্য অনলাইন আবেদন মূল্য হিসেবে 100 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের 50 টাকার আবেদন মূল্য জমা করতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে প্রাথমিক ভাবে একাডেমিক কোয়ালিশন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে যা অনলাইন আবেদনের সময় দেওয়া হবে। সেই শর্টলিস্ট অনুযায়ী কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

অনলাইন আবেদন করার তারিখ সমূহ : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 1 আগস্ট 2024 থেকে 14 আগস্ট 2024 তারিখ পর্যন্ত।

 

পদের নাম : জোনাল এন্টোমলজিস্ট 

রাজ্যে অষ্টম পাশে প্রচুর গ্রুপ ডি চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন – WB Group D Job Recruitment

যোগ্যতা সমূহ : উপরোক্ত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের স্ক্রিনশট দেখেনিন –

WBSHFWS

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

Official Notification : Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"