WBPSC-র মাধ্যমে 17 বিজ্ঞপ্তিতে সুবিশাল কর্মী নিয়োগ, কোন পদে কীভাবে নিয়োগ দেখুন বিস্তারিত –

WBPSC Upcoming Job Recruitment : দীর্ঘদিন যাবত রাজ্যে সরকারি চাকরি বিজ্ঞপ্তি কিছুটা হলেও থমকে ছিল। আসন্ন ২০২৬ বিধানসভা ভোটকে কেন্দ্র করে তরিঘরি করে একের পর এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সাম্প্রতিক ২০২৫ সালের জন্য পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে। তাই আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য ২০২৫ সাল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে রাজ্যে সব মিলিয়ে ১৭ টি চাকরির পরিক্ষার দিনক্ষন ঘোষনা করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ি নিম্নে একে একে সমস্ত চাকরির পরিক্ষার তারিখ আলোচনা করা হলো। আগ্রহীরা নিজ নিজ পরিক্ষার দিন তারিখ জেনে নিয়ে পরিক্ষার প্রস্তুতি শুরু করুন। WBPSC Upcoming Job Recruitment

WBPSC-র মাধ্যমে 17 বিজ্ঞপ্তিতে সুবিশাল কর্মী নিয়োগ, কোন পদে কীভাবে নিয়োগ দেখুন বিস্তারিত -

  • ১.পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) পরিক্ষা ২০২৩ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছিল ৭ মার্চ থেকে ২২ মার্চ। যার পরীক্ষার তারিখ ২৩ জুন থেকে ৩ জুলাই, ২০২৫ মধ্যে হতে চলেছে। জুডিশিয়াল সার্ভিস এর ফাইনাল পরীক্ষার তারিখ ০৪ মে, ২০২৫ তারিখ।
  • ২. WBCS (এক্সিকিউটিভ) প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪ রেজিস্ট্রেশন ৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল মধ্যে হয়েছিল যার পরীক্ষার তারিখ ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ ঘোষনা করা হয়েছে।
  • ৩. ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার তারিখ আগামি ৫ মে, ২০২৫ (৫ দিনের বেশি) ঘোষণা করা হয়েছে।
  • ৪. পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস নিয়োগ (প্রাথমিক) পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ২৯ জুন, ২০২৫ তারিখ।
  • ৫. WBPSC নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন ৩ আগস্ট, ১০, ২৩, ২০২৫; ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। যার পরিক্ষা হবে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তারিখ।
  • ৬. পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), WB সরকারে সহকারী মাস্টার্স (B/M)
    রেজিস্ট্রেশন ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ।
  • ৭. পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে সহকারী উপদেষ্টা (B/M)। WB
    পরীক্ষার তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ।
  • ৮. পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে সহকারী মাস্টার্স (E/M)। WB
    পরীক্ষার তারিখ আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৫ ।
  • ৯. পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A), সরকারে WBPSC সহকারী মিস্ট্রেস (E/M) WB পরীক্ষার তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ।
  • ১০. ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রাথমিক) 2024 পরীক্ষার তারিখ ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ।
  • ১১. WBPSC AE ২০২৫ পরিক্ষার রেজিস্ট্রেশন ১০ জুলাই থেকে ২৫ জুলাই মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার তারিখ ১৮ অক্টোবর, ২০২৫ তারিখ।
  • ১২. WBPSC FPDO ২০২৫ (খাদ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন কর্মকর্তা/Food Processing Development Officer) পরীক্ষার তারিখ ২ নভেম্বর, ২০২৫ তারিখ।
  • ১৩. পরিবহন বিভাগের অধীনে WBPSC MVI বিজ্ঞপ্তি ২০২৫ (অ-কারিগরি) পরীক্ষার তারিখ:
    ৯ নভেম্বর, ২০২৫ তারিখ।
  • ১৪. WBPSC বিবিধ (Miscellaneous) ২০২৫
    রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে ৮ মে থেকে ৩০ মে, ২০২৫ তারিখ। এর পরীক্ষার তারিখ ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫. পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) ২০২৪ পরীক্ষার তারিখ ৭ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে।
  • ১৬. WBPSC LDA (Livestock Development Assistant) পরীক্ষার তারিখ ১৪ ডিসেম্বর, ২০২৫।
  • ১৭. WBPSC ক্লার্কশিপ পরীক্ষা (পর্ব-১), ২০২৪ রেজিস্ট্রেশন আগামী আগস্ট ৮ থেকে ২৯ আগস্ট, ২০২৫ অনুষ্ঠিত হবে যার পরীক্ষার তারিখ ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ।

কলকাতায় টাটা মেমোরিয়ালে 19 ধরনের পদে বিপুল নিয়োগ, 23 জেলা থেকে আবেদন করুন – TATA Memorial Job Recruitment

উপরে উল্লেখিত চাকরি পরিক্ষায় আপনি আবেদন করে থাকলে পরিক্ষার তারিখ অনুযায়ি আপনার প্রস্তুতি চালিয়ে যান। এছাড়াও বেশকিছু চাকরিতে আবেদন এর রেজিস্ট্রেশন দিন ঘোষনা হয়েছে, আপনারা সেই তারিখ অনুযায়ি রেজিস্ট্রেশন অংশগ্রহন করতে পারেন। পরবর্তীতে অন্যান্য চাকরির পরিক্ষার আপডেট পেলে আপনাদের জানানো হবে।

Official NotificationDownload
Official WebsiteClick Here

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"