WBMDFC Job Recruitment : সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউ দিয়ে সুযোগ

এবার পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল WBMDFC এর তরফ থেকে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চমাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য হয় তাহলে এই সুযোগ পেতে পারেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের এক নির্দিষ্ট জেলায় এই কর্মী নিয়োগ করা হবে এবং ওই জেলায় পোস্টিংও দেওয়া হবে। যোগ্যতা নিরিখে যারা আবেদন জানাতে ইচ্ছুক হবেন, তারা শেষ পর্যন্ত পড়বেন কারণ নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল। WBMDFC Supervisor Job Recruitment

WBMDFC job recruitment

Memo. No.: 2908-MDC/ESE-1/18 

Date: 11.07.2024

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : WBMDFC-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের একটি আবেদন পত্র জমা করতে হবে ঠিকই কিন্তু তা আগে জমা করার কথা উল্লেখ নেই। কেননা এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই ইন্টারভিউ-র দিন আবেদনপত্র বা বায়োডাটা টি সম্পূর্ণভাবে পূরণ করে সঙ্গে বেশকিছু জরুরী ডকুমেন্টস এর অরিজিনাল ও ফটোকপি নিয়ে উপস্থিত থাকতে হবে। আবেদনপত্র বা বায়োডাটা টি ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল নোটিশ ডাউনলোড লিংক থেকে।

 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Walk In Interview এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে ইংরেজি ভাষার টেস্ট ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে প্রার্থী যাচাই করা হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ : এক্ষেত্রে ইন্টারভিউ-র দিন বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল এবং সঙ্গে জেরক্স কপিতে সেল্ফ অ্যাটেস্টেড করে নিয়ে উপস্থিত হতে হবে।

1.আবেদনপত্র বা বায়োডাটা ( Proper format annexure b)

2. প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সমূহ

3. প্রার্থীর বয়সের প্রমাণপত্র

4. প্রার্থীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি

5. প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি

6. অন্যান্য

 

পদের নাম : WBMDFC-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে শিক্ষামূলক সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থী সংশ্লিষ্ট সুপারভাইজার প্রতি আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস যোগ্যতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর ‘o’ লেবেল বা তার সমতুল্য কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন থাকতে হবে ২০ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে।

 

আবেদন করতে কিছু শর্ত সমূহ : 

1. এক্ষেত্রে যেহেতু একটি জেলায় নিয়োগ করা হচ্ছে তাই প্রার্থীকে অবশ্যই ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্যথায় আবেদন জানাতে পারবে না।

2. প্রার্থীকে অবশ্যই সংখ্যালঘু জাতি থেকে হতে হবে

3. এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী হবে

 

ইন্টারভিউ তারিখ ও সময়: ইন্টারভিউ শুরু হবে ২৭-০৭-২০২৪ তারিখ সকাল ১০.৩০ হইতে।

ইন্টারভিউ এর স্থান : West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, 00-27/E Sector- 1, Salt Lake, Kolkata- 700064

 

নিয়োগের স্থান : এক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার WBMDFC এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা নিয়োগের কথা উল্লেখ রয়েছে।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –

Official Notification : Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now