WBBPE TET Recruitment Update: দীর্ঘদিন নিয়োগ নেই এবার ২০২৪ সালের প্রাথমিক টেট হচ্ছেনা রাজ্যে। পর্ষদ সভাপতি বছর বছর টেট নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন প্রয়োজনে বছরে দুবার টেট পরীক্ষা নেওয়া হবে। ২০২৪ সালে টেট না হওয়ায় তার এই প্রতিশ্রুতি মূলত ব্যর্থ বলে মনে করছে অনেকে। গতবছর ২০২৩ প্রাথমিক টেট ডিসেম্বর নাগাদ অনুষ্ঠিত হয়েছিল। সেই মোতাবেক ২০২৪ সালের প্রাথমিক টেট নেওয়ার সময় ডিসেম্বর মাস।
WB Primary Tet 2022 Recruitment :
তবে সাম্প্রতিক অক্টোবর মাস পেরিয়ে নভেম্বর মাস আসতে চলেছে অথচ প্রাথমিক টেট নিয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। মাস খানেকের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক টেট এর মত এত বড় রাজ্যভিত্তিক পরীক্ষা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই ২০২৪ সালে প্রাথমিক টেট হচ্ছে না। এছাড়াও বর্তমানে পূর্বের প্রায় ১.৫ লক্ষ টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ সম্ভব হয়নি। বর্তমানে বেশ কিছু মামলা চলছে কোর্টে। তাই সকল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি সম্ভব নয়।
•পিছনে গেল প্রাথমিক টেট ২০২৪ -When WB Primary Tet 2024 will Recruit?
রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ক্লাস ১ থেকে ৫ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়ানোর হয়। আপার প্রাইমারিতে ক্লাস ৬ থেকে ৮ পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানো হয়। ২০২৬ সালে শেষ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছে তারপরে আইনি জটিলতার কারণে আর নতুন করে আপার প্রাইমারি টেট হয়নি। যদিও বর্তমানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জট কেটে উঠেছে খুব দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে।
WB Primary Tet 2023 Result Publishing
আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই দ্রুত নতুন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অন্যদিকে ২০১৭ সালে শেষ প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়েছিল যার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পুনরায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পর্ষদ সভাপতি দায়িত্বে আসার পর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার থেকে বছর বছর প্রাথমিক টেট অনুষ্ঠিত হবে রাজ্যে। সেই মোতাবেক ২০২২ এবং ২০২৩ সালে প্রাথমিক টেট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তাদের ইন্টারভিউ এর জন্য এখনো ডাকা সম্ভব হয়নি। এই নিয়ে একাধিকবার ২০২২ টেট পাশ চাকরিপ্রার্থীরা আন্দোলনে সামিল হয়েছে। তবুও আইনি জটিলতার কারণে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা সম্ভব হয়নি।
WBBPE TET Recruitment Update
এছাড়াও এর পরবর্তীকালে ২০২৩ যে টেট পরীক্ষা সম্পন্ন হয়েছিল বছর খানেক বাদেও তার রেজাল্ট প্রকাশিত হয়নি। ২০২৪ অক্টোবর মাস চলেছে অথচ ২০২৪ এর টেট নিয়ে কোন বিজ্ঞপ্তি নেই। ২০২৪ টেট পরীক্ষা নিয়ে সভাপতি কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন, বর্তমানে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছে না। তারা আশা করছেন কিছুদিনের মধ্যে আইনি জোটিলতা কেটে উঠলেই দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তবে ২০২৪ সাল যেহেতু শেষ হতে চলেছে, তাই শেষের এই কয় দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত নতুন টেট সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই ২০২৪ সালের প্রাথমিক টেট আপাতত হচ্ছে না, যার সময় অনেকটা পিছিয়ে গেল।
•কবে নাগাদ হতে পারে প্রাথমিক টেট ২০২৪ ( WBBPE Primary Tet 2024):
বর্তমানে প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীর সংখ্যা ১.৫ লক্ষের কাছাকাছি। ২০১৭ সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ সম্পূর্ণ না হওয়ায় ২০২২ টেট চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এর জন্য যদিও ২০২২ টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার আন্দোলনে সামিল হয়েছে। যার ফলে সরকার বেশ চাপের মধ্যে রয়েছে। এরপর যদি ২০২৪ সালের প্রাথমিকের টেট নেওয়া হয় সেক্ষেত্রে টেট পাস চাকরি প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে।
WBBPE TET Recruitment 2022-23
২০২২, ২০২৩, ২০২৪ টেট পাশ চাকরিবাকরি সংখ্যা বৃদ্ধি পেলে তাদের দ্রুত নিয়োগের জন্য সরকারের উপরে চাপ আসবে। তাই ২০২৪ সালে প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে অনীহা দেখা দিয়েছে সরকারের। আইনি জটিলতা কেটে উঠলে দ্রুত ২০২২ টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করে ২০২৩ টেট পরীক্ষার রেজাল্ট এবং ২০২৪ প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে সরকার।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |