এপ্রিল-মে মাসে নতুন টেট? টেট পাস দের ইন্টারভিউ নিয়ে বিরাট আপডেট, বিস্তারিত পড়ুন – WBBPE TET Recruitment Interview Update

WBBPE TET Recruitment Interview Update: অবশেষে হবু শিক্ষকদের জন্য দারুন সুসংবাদ। এক্ষেত্রে যারা টেট পাশ করেছেন এবং যারা নতুন করে টেট পরীক্ষা দিবেন উভয়ের জন্যই দারুন সুসংবাদ জানালো রাজ্য পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়। ইতিমধ্যে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এর অডিও রেকর্ড নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তিনি সেই অডিও রেকর্ডে স্পষ্ট উল্লেখ করেছেন, যাতে হবু শিক্ষকদের জন্য একটি স্পষ্ট বার্তা পৌঁছে যায়। নতুন করে যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা টেট পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট পাননি অথবা যারা টেট পরীক্ষা দিয়ে পাস করে বসে রয়েছেন সকলের জন্যই ভালো খবর।

Wbbpe tet recruitment interview update

WBBPE TET Recruitment Interview Update

মাননীয় গৌতম পাল মহাশয় পর্ষদ সভাপতি হিসেবে চেয়ারে বসার পর প্রথমবার প্রাথমিক টেট পরীক্ষা নেন ২০২২ সালে। অনেকের দাবি এই পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গের এক সচ্ছ টেট পরীক্ষা। ইতিমধ্যে এই পরীক্ষায় পাস প্রার্থীদের অর্থাৎ পূর্ণ প্রশিক্ষণপ্রার্থীদের তালিকা চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বহুভু শিক্ষক প্রার্থী। কলকাতা হাইকোর্ট কর্তৃক গত কিছুদিন আগে সেই তালিকায় প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রায় ৫২ হাজার পূর্ণ প্রশিক্ষিত তে পাস করে রয়েছে এমনটাই জানানো হয়।

টেট ২০২২, নিয়োগ এখনই অতিসত্বর ( TET Recruitment Notice Coming Soon)

এদিকে ২০২২ সালে টেট পাশ প্রার্থীরা বারে বারে কলকাতার রাজপথে আন্দোলন করেই চলেছেন তাদের নিয়োগের জন্য। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদিও তারা এখনো পর্যন্ত নিয়োগ সম্পর্কে কোনো রকম নোটিফিকেশন পাইনি তবে তাদের অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। কেননা পর্ষদ সভাপতি নিজেই ঘোষণা করেছেন রাজ্যে এই মুহূর্তে নতুন কোন টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না এবং এর বিশেষ কারণ হলো ২০২২ সালে টেট পাস করা প্রার্থীরা নিয়োগ পাইনি এবং তার পাশাপাশি ২০২৩ সালে সংগঠিত হওয়ার টেট এর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি

নতুন টেট ৬ মাস পর, পর্ষদ সভাপতির স্পষ্ট বার্তা ( WBBPE Chairman viral Audio) 

২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি জানিয়েছিলেন রাজ্যে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে এবং তার পাশাপাশি প্রতিবছর নতুন করে নিয়োগও করা হবে। তবে ইতিপূর্বে যদিও ২০২২ সালে এবং ২০২৩ সালে পরপর টেট পরীক্ষা নেওয়া হয় কিন্তু প্রশ্ন উঠে যখন ২০২৪ সাল পেরিয়ে যাচ্ছে তখন টেট পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতি কোন সাড়া মিলছে না। তবে তিনি এদিন স্পষ্ট করে জানিয়ে দেন এ বছর টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না কিন্তু তাদের জন্য নতুন করে টেট পরীক্ষা অতিশীঘ্রই আয়োজন করা হবে। তিনি আরো জানান ২০২৪ সালের টেট পরীক্ষা সম্ভবত আরো ছয় মাস পর হতে পারে।

বিনামূল্যে বিদুৎ পরিষেবা, বিরাট ছাড় ঘোষণা রাজ্য সরকারের – WB Government Scheme

যে সমস্ত প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত ও অবশ্যই শিক্ষকরা নতুন করে টেট পরীক্ষার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য স্পষ্ট করে জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি। তিনি এ-ও জানান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই নতুন টেট পরীক্ষা আয়োজন করা হবে। এদিন তিনি দিনক্ষণও ঘোষণা করে দেন। আগামী ছয় মাসের মধ্যে টেস্ট টেট পাশ করা প্রার্থীরা শিক্ষক পদের জন্য আবেদন জানিয়ে নিয়োগ পত্র পেতে পারেন এবং তারপর নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে পর্ষদ সভাপতি।

WBBPE TET 2024-25 Expected Date and TET 2022 Interview Notice Expected Date 

পর্ষদ সভাপতি এর অডিও এর কথামত আগামী ছয় মাসের মধ্যে হাজার হাজার আরও অবশ্যই শিক্ষক অর্থাৎ টেট পাস প্রার্থীরা নিয়োগপত্র পেতে চলেছেন এবং এর পাশাপাশি যদি ছয় মাস ধরা হয় তাহলে ২০২৫ সালের এপ্রিল-মে মাস নাগাত নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা হতে পারে। পাশাপাশি নভেম্বর – ডিসেম্বর মাস নাগাত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত জেনে নিবেন।

খাদ্য দপ্তরে ৪১৩২ শূন্যপদে কর্মী নিয়োগ শীঘ্রই, আবেদন করতে বিস্তারিত পড়ুন – Food Department Job Recruitment

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x