WBBPE : রাজ্যের দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নানারকম বাধা নিষেধ দেখা যায়। শুরু করে আপার প্রাইমারি কিংবা এসএসসি সব নিয়োগেই দুর্নীতির ছাপ দেখা গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে হচ্ছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও এর পিছনে অনেক ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টে মামলা পড়ে রয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এবার তার মাঝে রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশেষ আপডেট জানালো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।
2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বক্তব্য (WBBPE Board Chairman Announced) :
রাজ্যের বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ২০২২ সালে জানিয়েছিলেন রাজ্যে প্রতিবছরে দুবার করে টেট পরীক্ষা আয়োজন করা হবে। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছিলেন টেট পরীক্ষা নেওয়ার পাশাপাশি রাজ্যে নিয়োগ প্রক্রিয়াও করা হবে। রাজ্যের বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আসনে বসার পরেই এমনটা ঘোষণা করেছিলেন। সভাপতি আমলে টেট পরীক্ষা আয়োজন শুরু হয় ২০২২ টেট পরীক্ষা থেকে। ওই বছর লক্ষাধিক প্রার্থী টেট পরীক্ষায় পাশও করেন।
রাজ্যে প্রতিবছর টেট পরীক্ষা (WBBPE TET Exam Update)
পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলেও নতুন করে আবারো ২০২৩ সালে প্রাথমিক টেট পরীক্ষা আয়োজন করা হয়। পরপর টেট পরীক্ষা নেওয়ার পরও কোনরকম নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়নি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। যদিও প্রাথমিক টেট ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া এবছর সম্পাদন হলো। আরো কিছু প্রক্রিয়া রয়েছে যা কেটে গেলে নতুন নিয়োগের পথে হাঁটতে পারে পর্ষদ।
নতুন টেট পরীক্ষা কবে? WBBPE Upcoming Primary Tet Exam
সভাপতির কথা মত প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হলে এ বছরও প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। যেহেতু ২০২২ সালে এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার আয়োজন করা হয় সেহেতু ২০২৪ সালেও ডিসেম্বর মাসে নতুন করে টেট পরীক্ষার আশায় রয়েছেন বহু বহু শিক্ষক প্রার্থীরা। পরীক্ষা নিয়েই কি হবে এখনো পর্যন্ত ২০২২ সালে প্রাথমিক টেট পরীক্ষার উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হলো না। শুধু তাই নয় ২০২৩ সালে প্রাথমিক টেট পরীক্ষা প্রার্থীদের রেজাল্ট ও প্রকাশ করা হয়নি।
এরমধ্যে নতুন পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতি তার স্থান স্পষ্ট করে দেয়। কেননা রাজ্যে এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় নতুন করে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। তবে কবে হতে পারে নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা? এই প্রশ্ন এখন হবু শিক্ষক মহলে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে যেহেতু ২০১৭ র টেট নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে তাই নতুন করে আবারও নিয়োগের পথে হাঁটতে চলেছে রাজ্য। আর এই নিয়োগ সম্পন্ন হলেই নতুন করে আবার আয়োজন করা হবে টেট পরীক্ষা।
টেট ২০২২ পাস দর দ্রুত নিয়োগ (WBBPE Tet 2022 Recruitment)
পর্ষদ সভাপতির মতে দ্রুত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেহেতু রাজ্যভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে তাই গতবারের মতো এবছরও যদি প্রাথমিক টেট এর ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পর্ষদে অনুষ্ঠিত হয় তাহলে এই প্রক্রিয়ার সম্পাদন হতে কমপক্ষে ছয় মাস সময় লাগতে পারে। তাই আপাতত অনুমানিক হিসেবে ধরা হচ্ছে কমপক্ষে ৬ মাস পর আবারো নতুন করে টেট পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |