পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে যোগ্য চাকরি প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক। ভারতের বাসিন্দা হলেই আবেদন করা যাবে সঙ্গে উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। কৃষি বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন নিচে শূন্য পদ আবেদন পদ্ধতি ও যোগ্যতা সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB UBKV Job Recruitment
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : রাজ্যের সংশ্লিষ্ট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে তাদেরকে দেওয়া নির্দিষ্ট প্রেসক্রাইব ফরমেট জমা পড়ে। আবেদন ফরমেট টি ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচে ডাউনলোড লিংক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর সেটি A4 পেপারে প্রিন্টার বের করে নিয়ে সঙ্গে সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। ওই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত জরুরি ডকুমেন্টসের জেরক্স কপিও দিতে হবে। সঙ্গে অবশ্যই আবেদন মূল্য জমা দেওয়ার রিসিপ্ট বা ডিমান্ড ড্রাফট কপি জমা করতে হবে।
এই নিয়োগ সংক্রান্ত পূর্বে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল নোটিশ নম্বর হলো UBKV/Rect./07/2013, এই নোটিশ অনুযায়ী পূর্বে আবেদন করলেও আবারও তাকে ফ্রেশ আবেদন মূল্য সহ আবেদনপত্র জমা করতে হবে
নিয়োগ প্রক্রিয়া : যোগ্য প্রার্থীরা সফলভাবে আবেদন করার পর তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ অবলম্বন করে নিয়োগ করা হবে। প্রথমত ইন্টারভিউ নেওয়া হবে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহ ভেরিফাই করে ওই প্রার্থী শারীরিক দিক থেকে ফিট রয়েছে কিনা তা যাচাই করা হবে। WB UBKV Job Recruitment
পদের নাম : কৃষি বিভাগ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সহকারী ল অফিসার পদে নিয়োগ করা হবে
মাসিক বেতন : রাজ্য সরকারের পেলেবেল ১০ অনুযায়ী এক্ষেত্রে প্রাথমিকভাবে মাসিক বেতন দেওয়া হবে ৫৭ হাজার ৭০০ টাকা।
বয়স সীমা : আবেদনকারীদের মধ্যে বয়স থাকা প্রয়োজন ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী সর্বাধিক ৩০ বছর কিংবা তার নিচে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য : প্রার্থীকে সংশ্লিষ্ট নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত নোটিশ থেকে চার্ট দেওয়া হল সেটি দেখে নিবেন
আবেদনপত্র করার ঠিকানা : এক্ষেত্রে আবেদনপত্র জমা করা যাবে The registrar( recruitment section) Uttar Banga Krishi Vishwavidyalaya, Po- pundibari, Dist- Coochbehar, Pin -736165
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
আবেদন মূল্য জমার করার মাধ্যম : আবেদন মূল্য বেশ কয়েকভাবে জমা করা যাবে, তাই নিচে আবেদনমূলক জমা করার সম্পর্কে বিস্তারিত একটি চার্ট দেওয়া হল –
আবেদন করার শেষ তারিখ : বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার শেষ তারিখ হলো ৬ সেপ্টেম্বর ২০২৪ । West Bengal Uttar Banga Krishi Bishwabidyalay Assistant Law Officer Recruitment
এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন –
Official Notification : Download
Application Form : Download