এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। সাধারণত অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ প্রবল থাকে কিন্তু এবার কোনো অভিজ্ঞতা ছাড়াই অর্থাৎ গতানুগতিক পড়াশোনা শেষ হলে নবীনদের প্রায় 40 হাজার চাকরি দিচ্ছে TATA কোম্পানি। রাজ্য তথা দেশের বেকার যুবক যুবতীদের জন্য অসাধারণ সুখবর। বেকার যুবক যুবতীদের কোনো অভিজ্ঞতা ছাড়াই বৃহত্তম কোম্পানিতে চাকরির সুযোগ। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। TATA Company Job Recruitment
কী পদে নিয়োগ করা হবে : TATA TCS এ নবীন বা অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে। TATA Company Job Recruitment
সংশ্লিষ্ট কোম্পানিতে গত বছরের মতো এই বছরও শূন্যপদ প্রচুর থাকতে পারে তবে তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। গত বছর অনুযায়ী, প্রায় 40 হাজার পড়ুয়াকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। তবে এ বছর অনুমান করা হচ্ছে যে,গত বছরের তুলনায় আরও বেশি নবীন প্রার্থী সুযোগ পেতে পারেন। কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই অর্থাৎ নবীন হিসেবে সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ মহলের দাবি, এ বছরে অফার লেটার পাঠানোর সংখ্যাটা বড়ো মাপের হতে চলেছে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, টাটা কোম্পানির নবীন (Fresher) পদে আবেদন করতে পারবেন বিভিন্ন যোগ্যতায়। যেহেতু এক্ষেত্রে টাটা কোম্পানির বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হবে, তাই বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতাও থাকতে হবে। তবে এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এটা স্পষ্ট করা হয়েছে।
TATA কোম্পানির এইচআর HR জানিয়েছেন, আগামী বছরের ক্যাম্পাসিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরের নতুন চাকরি প্রার্থীদের তিনটি ক্যাটাগরি অনুযায়ী বেতন প্যাকেজ ধার্য করা হবে। প্রথম বিভাগের বেতন প্যাকেজ ধার্য করা হয়েছে 3.36 লক্ষ টাকা। এর নাম দেওয়া হয়েছে নিনজা বিভাগ। দ্বিতীয় বিভাগের নাম ডিজিটাল বিভাগ যার প্যাকেজ দেওয়া হবে 7 লক্ষ টাকা, তৃতীয় বিভাগের নাম প্রাইম বিভাগ যার প্যাকেজ 11.5 লক্ষ টাকা।
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, অনলাইন মাধ্যম অবলম্বন করে। এর জন্য সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আগে বিস্তারিত জেনে নিতে হবে। এরপর জরুরি সমস্ত ডকুমেন্টস সাথে রেখে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পরিপূর্ণ ভাবে পূর্ণ করতে হবে। এরপর জরুরি সমস্ত তথ্য ভালো ভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।
এক্ষেত্রে বেকার ও নবীন চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 10 এপ্রিল 2024 পর্যন্ত। নবীনরা ( Fresher) চটজলদি আবেদন করে ফেলুন। TATA Company Job Recruitment
এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন, তাদের এক্ষেত্রে বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার তারিখ হিসেবে 26 এপ্রিল 2024 ধার্য করা হয়েছে। তবে সামনে যেহেতু লোকসভা ভোট, তাই এই পরিক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। পরবর্তী আপডেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন। এছাড়াও পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
This website uses cookies.