রেল স্টেশন গুলিতে মাধ্যমিক পাশে সরাসরি চাকরি, বাড়ির কাছে চাকরির সুযোগ -Railway Job Recruitment

আপনি কি চাকরির প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর।আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। শুধু মাধ্যমিক তার যোগ্যতাই রেলের তরফ থেকে কর্মী নিয়োগ করতে চলেছে, যার জেরে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা অথবা দেশের নাগরিক হলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। রেলের তরফে টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। Railway Job Recruitment

wb railway job recruitment

কি পদে নিয়োগ করা হবে : বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেশন গুলিতে টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ করা হবে

 

নোটিশ নং-  No.C/STBA/Tcnder/2024

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের অবশ্যই ইংলিশ পড়তে জানতে হবে এবং সংশ্লিষ্ট স্টেশনের কাছাকাছি স্থায়ী বাসিন্দা হতে হবে ।Railway Job Recruitment 

 

 

বয়স সীমা : যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা রেলের তরফের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সেই সমস্ত চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বনিম ১৮ বছর এবল আবেদনকারীদের বয়স থাকতে হবে সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও আগ্রহী চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যেতে পারেন।Railway Job Recruitment 

 

 

বেতন ক্রম : যে সমস্ত চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাস করেছে এবং সংশ্লিষ্ট পদে আবেদন করবেন যদি তারা সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য হয়ে নিযুক্ত হয়ে থাকেন, তাহলে তাদের মাসিক বেতন এক্ষেত্রে দেওয়া হবে না অর্থাৎ এক্ষেত্রে কমিশনের ভিত্তিতে আয় করার সুযোগ দেওয়া হবে।

 

 আবেদন পদ্ধতি : যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

1. অফলাইন মাধ্যমে আবেদন করতে সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে।

2. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে নিচের লিংক ক্লিক করতে হবে

3. এরপর অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটির প্রিন্ট আউট কপি A4 পেজে বের করে নিতে হবে

4. আবেদনপত্রের দেওয়া খালি ঘরে সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে

5. একে ধরে নিজের নাম, ঠিকানা, যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জরুরি খুঁটিনাটি বিষয় পূরণ করতে হবে

6. এরপর আবেদনপত্রের যথাস্থানে নিজের সই করতে হবে এবং যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে

7. সবশেষে আবেদনপত্রের সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতর ভরতে হবে

8. সে খামটির উপর নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করে যথাসময়ের আগে জমা করতে হবে

 

জরুরি ডকুমেন্টস সমূহ : এক্ষেত্রে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বেশ কিছু জরুরি ডকুমেন্টস প্রয়োজন যা আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে Railway Job Recruitment 

 

1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিক এডমিট কার্ড

2. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি মার্কশিট কিংবা সার্টিফিকেট

3. আবেদনকারী জাতিগত সংশয় পত্র যদি থাকে তাহলে সেটিরও জেরক্স দিতে হবে

4. এরপর আবেদনকারীর বাসিন্দা প্রমাণ সার্টিফিকেট বা পরিচয় পত্র জমা করতে হবে

5. আবেদন পত্রের সঙ্গে অবশ্যই আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স কপি জমা করতে হবে

6. আবেদনপত্রে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে

7. এছাড়াও আবেদন সম্পর্কীয় যদি আরো কোনরকম জরুরি ডকুমেন্ট সথেকে থাকে তাহলে সেটিও আবেদনপত্রের সঙ্গে এটাচ করে জমা করতে হবে

 

নিয়োগ প্রক্রিয়া :যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সফল ভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আর বিস্তারিত জানতে হলে অফিসের নোটি ডাউনলোড করে দেখে নিবেন।

 

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : আগ্রহী চাকরিপ্রার্থীরা অফলাইন আবেদন পত্র জমা করতে পারবেন ১৩ ই মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।Railway Job Recruitment 

 

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : The Office of the Sr.Divisional Commercial Manager, N.F.Railway, Tinsukia

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপরে পরবর্তী পদক্ষেপ নিবেন। নিচে ডাউনলোড লিংক দেওয়া হল অথবা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া হলো –

 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন

x