গত সোমবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসের সূচি কিছুটা বদলেছে। সম্প্রতি এই বিচারপতির হাতে এসেছে ২০১৪ সালে টেট পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়া ৪২ হাজার প্রার্থীর নিয়োগ সংক্রান্ত একটি মামলা। আর মঙ্গলবার প্রাইমারি টেটের নিয়োগ সংক্রান্ত মামলা সম্পূর্ণটা তিনি ভালোভাবে শোনেন। আর এটি শোনার পর তিনি প্রাথমিক শিক্ষা সংসদকে রায় দেন যে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া ৪২ হাজার প্রার্থীর প্যানেল হাইকোর্টে জমা দিতে। WB Primary Tet Teachers Update
আমরা সকলেই জানি যে এসএসসির মাধ্যমে চাকরিপ্রাপ্ত ২৬ হাজার প্রার্থীর জীবন অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আর এরই মাঝে হাইকোর্টে প্রশ্ন তোলা হল টেটের মাধ্যমে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া ৪২০০০ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে। বিচারপতি অমৃতা সিং প্রাথমিক শিক্ষা সংসদ কে নির্দেশ দিয়েছেন যে ১৫ দিনের মধ্যে এই ৪২ হাজার চাকরির প্রার্থীর নিয়োগের প্যানেল হাইকোর্টে জমা দিতে হবে। আগামী ৩০ শে জুলাই এই বিষয়টি আবার শুনবে হাইকোর্ট। WB Primary Tet Teachers Update
২০১৪ সালে যে টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার ভিত্তিতে ২০১৬ সালে প্রার্থীদের প্রাথমিক স্কুলে নিয়োগ করা হয়। প্রায় ৪২০০০ পদে প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। এরপর ২০১৬ সালে এক চাকরির প্রার্থী হাইকোর্টে মামলা করেন যে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ভাবে হয়নি। সোমনাথ সেন নামে এক চাকরিপ্রার্থীর করা এই মামলাটির শুনানি হয় গত মঙ্গলবার হাইকোর্টে। WB Primary Tet Teachers Update
এই দিন হাইকোর্টে মামলা চলাকালীন সময়ে বিচারপতি সিংহ মামলাকারী ব্যক্তির কাছে জানতে চান যে, ‘‘ওই ৪২ হাজার নিয়োগের তালিকা কোথায়? কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন?’’ জবাবে সোমনাথ সেনের বক্তব্য শোনার পর বিচারপতি জানিয়েছেন যে, ‘‘প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন, তা প্যানেল থেকেই জানা সম্ভব।’’ এর পরেই অমৃতা সিং প্রাথমিক শিক্ষা সংসদ কে নির্দেশ দেন যে, ‘‘নিয়োগ যখন হয়েছে, প্যানেল তো থাকবেই। সেই প্যানেলই আদালত দেখতে চায়।’’WB Primary Tet Teachers Update
এই মামলার শুনানির দিন ধার্য হয়েছি আগামী ৩০ শে জুলাই। এই ১৫ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা সংসদ কে আদালতে ২০১৪ সালে চাকরি পাওয়া প্রার্থীদের প্যানেল জমা দিতে হবে। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.