WB Primary Tet 2022 Update : রাজ্যের ২০২২ টেট প্রশ্ন ভুল মামলা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। প্রশ্ন ভুল খতিয়ে দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়। সাফ জানিয়ে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। তাই ২০২২ টেট সংক্রান্ত আর কোন মামলা রইল না, খুব শীঘ্রই ইন্টারভিউ এর নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে।
২০২২ সালে প্রাথমিক টেট অনুষ্ঠিত হওয়ার পর খুব দ্রুত তার রেজাল্ট প্রকাশিত হয়। তবে ২০২২ টেট বেশ কিছু প্রশ্ন ভুল ছিল এই নিয়ে পর্ষদকে জানানো হলে তারা ৬ টি প্রশ্ন ভুল মেনে নেন। পরবর্তীকালে টেট অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীর সকলকে ৬ নম্বর অতিরিক্ত প্রদান করা হয়। এরপরেও কিছু চাকরি প্রার্থীরা বসে থাকেন নি তাদের দাবি ৬ নয় প্রশ্নপত্রে আরো ভুল রয়েছে। পরবর্তীকালে তারা হাইকোর্টের দ্বারস্থ হন।
হাইকোর্টের নির্দেশে ২০২২ টেট প্রশ্নপত্র খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। হবে মামলাকারীদের কলকাতা হাইকোর্টের এই রায় বেশ পছন্দ হয়নি। তাই তারা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
মামলাকারীরা প্রশ্নপত্র খতিয়ে দেখার কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মেনে নিলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মানতে পারছে না। তারা মনে করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাসকদলের বেশ প্রভাব রয়েছে। তাই প্রশ্ন ভুল কমিটির উপর শাসকদলের প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করছে। তাই তারা সুপ্রিম কোর্টের দারস্ত হন। অবশেষে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, কলকাতা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রশ্ন ভুল মামলা কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থাকছে।
২০১৭ সালের টেট পরীক্ষায় সব মিলিয়ে ২৩টি প্রশ্ন ভুল ছিল। ২০২২ সালের টেট পরীক্ষায় সব মিলিয়ে ভুল প্রশ্ন ছিল ২৪টি। টেট পরীক্ষা যেহেতু কয়েক লক্ষ চাকরিপ্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে থাকেন তাই প্রাইমারি টেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এত প্রশ্ন ভুল হয় কি করে। এই নিয়ে কোর্টের তরফ থেকে পর্ষদ সভাপতিকে একাধিকবার ভৎসনা করা হয়েছে।
২০১৭ সালে প্রাইমারি টেটে হওয়ার পর দীর্ঘদিন রাজ্যে পরীক্ষা বন্ধ ছিল। চাকরিপ্রার্থীদের দীর্ঘদিন আন্দোলনের পর ২০২২ সালে প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে যেমন ২৩ টি প্রশ্ন পত্র ভুল ছিল ঠিক একই ভাবে ২০২২ সালে ২৪ টি প্রশ্ন ভুল বলে অভিযোগ। একই ভুল বারবার কি করে সম্ভব।
এই নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা পর্ষদ সভাপতি ভৎসনা করেছেন। এবং প্রশ্নপত্র খুতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালে প্রাইমারি টেট হওয়ার দু’বছর অতিক্রান্ত হতে চলল অথচ ইন্টারভিউ এর জন্য কোন নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তাই ২০২২ স্টেট পাশ চাকরি প্রার্থীরা বারংবার আন্দোলনে সামিল হয়েছেন।
২০২২ টেট বিজ্ঞপ্তি সময় সভাপতি জানিয়েছিল এবার থেকে প্রতি বছর টেট এবং ইন্টারভিউ নেওয়া হবে। প্রয়োজনে বছরে দুবার টেট নেওয়া হবে। কিন্তু ২০২২ এর টেট দু’বছর অতিক্রান্ত হতে চলল এখনো নিয়োগপত্র হাতে পেল না চাকরিপ্রার্থীরা। এই নিয়ে পর্ষদ সভাপতির কাছে গেলে তিনি বারংবার বলেছেন, কোর্ট কেস রয়েছে। এই কেস না মেটা পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছে না সরকার।
বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি ফাইনাল রায়ের পর আর কোন আইনি জটিলতা রইল না। সুপ্রিম কোর্টের বিচারপতির মত অনুযায়ী প্রশ্ন ভুল খতিয়ে দেখবার কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা থাকছে। তারা খুব শীঘ্রই প্রশ্নপত্র খতিয়ে দেখে তাদের রিপোর্ট জমা করবে। এই সিদ্ধান্তের পর মামলাকারীরা তাদের মামলা সুপ্রিম কোর্ট থেকে তুলে নেন।
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর পেতে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প ও ব্যবসার আইডিয়া পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নিচে আমাদের টেলিগ্রাম ও whatsapp জয়নিং লিংক দেওয়া হল।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |