রাজ্যে প্রাইমারি শিক্ষক ও প্রচুর স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 23 জেলা থেকে চাকরির সুযোগ – WB Primary Teachers Recruitment

WB Primary Teachers Recruitment : দিল্লি পাবলিক স্কুলে সহশিক্ষক সহ অন্যান্য নন টিচিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই শিক্ষকতা যাদের স্বপ্ন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। দিল্লি পাবলিক স্কুল (DPS) ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যা প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান করে। এটি বিভিন্ন শহরে শাখা পরিচালনা করে এবং শিক্ষা ক্ষেত্রে একটি বিশেষ স্থান দখল করে আছে। দিল্লি পাবলিক স্কুলের প্রতিষ্ঠা ১৯৪৯ সালে, এবং বর্তমানে এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এবং প্রখ্যাত স্কুল গুলির মধ্যে একটি। দিল্লি পাবলিক স্কুলের শাখা শুধুমাত্র দিল্লি এবং NCR এলাকায় নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও বিস্তৃত। তাদের বেশ কিছু শাখা রয়েছে শহরগুলিতে যেমন- মুম্বই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর, পুনে, হায়দরাবাদ ইত্যাদি। নিম্নে দিল্লি পাবলিক স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

wb primary teachers recruitment

পদের নাম:

দিল্লি পাবলিক স্কুলে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদ গুলির নাম হল – প্রাক-প্রাথমিক, PRT, TGT , PGT এবং নন টিচিং পদ।

বিষয় : ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান, শারীরিক শিক্ষা, হিসাববিজ্ঞান, ব্যবসায় অধ্যয়ন, ভূগোল, ইতিহাস, মনোবিজ্ঞান, হিন্দি, বাংলা, ফরাসি, জার্মান, গ্রন্থাগারিক, নৃত্য, সঙ্গীত, শিল্পকলা, চিত্রকলা।

নন টিচিং স্টাফ: সহকারী গ্রন্থাগারিক, অফিস সহকারী, সায়েন্স ল্যাব সহকারী, রিসেপশনিস্ট, ভর্তি পরামর্শদাতা, হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সুইমিং পুল রক্ষণাবেক্ষণ স্টাফ, টেলিকলার, ক্যারিয়ার কাউন্সেলর।

বয়স সীমা:

Pre-primary পদে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স সীমা ৩০-৩৫ বছর। PRT (I to V) পদে আবেদনকারী বয়স সীমা ৩৫-৪০ বছর। TGT (VI to X) পদে আবেদনকারী বয়স সীমা ৪০-৪৫ বছর।PGT (XI to XII) পদে আবেদন বয়স ৪৫-৫০ বছর।

শিক্ষাগত যোগ্যতা:

প্রাক-প্রাথমিকে মন্টেসরি/টিটিসি/ আবেদন ক্ষেত্রে চাকরি প্রার্থীর যোগ্যতা ডি. এল. এড + ২ বছরের অভিজ্ঞতা। PRT (I to V) পদে আবেদনকারী যোগ্যতা স্নাতক + B. Ed সহ ৩ বছরের অভিজ্ঞতা। TGT (VI to X) পদে আবেদন যোগ্যতা B. Ed সহ স্নাতকোত্তর + ৫ বছরের অভিজ্ঞতা। PGT (XI থেকে XII) পদে আবেদনকারী যোগ্যতা B. Ed সহ স্নাতকোত্তর + ৬ বছরের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:

  • লিখিত পরীক্ষা ।
  • সাক্ষাৎকার ।
  • ডেমোনস্ট্রেশন ক্লাস ।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে 30শে নভেম্বর 2024 তারিখে বা তার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা Gmail ফটোগ্রাফ সহ চাকরি প্রার্থীর সিভি পাঠাতে হবে।

 আরও পড়ুন : গ্রাম পঞ্চায়েত গুলিতে কর্মী নিয়োগ এক জেলার, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন – WB Gram Panchayet Job Recruitment

প্রয়োজনীয় নথিপত্র:

শিক্ষক পদে আবেদন জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি হলো-

  • ১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেমন- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রের কোনো বিশেষ যোগ্যতার সার্টিফিকেট।
  • ২. বিএড/ডিপ্লোমা সার্টিফিকেট, শিক্ষক হিসেবে যোগ্যতা প্রমাণের জন্য বিএড বা অন্যান্য শিক্ষক প্রশিক্ষণ সার্টিফিকেট।
  • ৩. পরিচয়পত্র হিসেবে আবেদনকারীর আধার কার্ড বা জাতীয় পরিচয়পত্র।
  • ৪. জন্ম প্রমাণপত্র/ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আবেদনকারীর জন্ম তারিখ প্রমাণ করার জন্য।
  • ৫. কাস্ট সার্টিফিকেট, কোনো বিশেষ শ্রেণির জন্য যেমন- SC/ST/OBC প্রভৃতি।
  • ৬. পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র।

জব লোকেশন:

জব লোকেশন হল দিল্লি পাবলিক স্কুল, বারাসাত, কোলকাতা।

 আরও পড়ুন : Eastern Railway Job Recruitment : পশ্চিমবঙ্গে রেলে প্রচুর চাকরি, দেখুন কী যোগ্যতা লাগবে

আবেদন শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়া ১৩ নভেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে, এই আবেদন ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে আগ্রহী তারা আগে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারে নিচে অফিস না নোটিশ ডাউনলোড লিংক দেওয়া হলো

অফিসিয়াল নোটিশডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন

 

এই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবরের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প কিংবা শিক্ষার সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি যে সমস্ত প্রার্থীরা আগ্রহী তারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। 

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment