রাজ্যের এক পৌরসভায় ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই পদ গুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মহিলা ও পুরুষ যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন বা নিযুক্ত হতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত আবেদন। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। WB Municipality Job Recruitment
পদের নাম : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, হেল্থ অফিসার পদে নিয়োগ করা হবে।
নোটিশ নং : 754(9)/DM 11/06/2024
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা যোগ্য হবেন তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
1. প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে
2. এরপর ওই আবেদন পত্রটি ঠিকঠাক ভাবে পূরণ করে ইমেইল করে আবেদন জানাতে হবে
3. আবেদন পত্রে নিজের নাম ঠিকানা সহ অন্যান্য জরুরি তথ্য পূরণ করতে হবে
4. এরপর আবেদন পত্রের যথা স্থানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি বসাতে হবে
5. এর আবেদন পত্রটি জমা করতে হবে
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : ইমেইল এড্রেসে আবেদন পত্র জমা করতে 26-06-2024 পর্যন্ত।
মাসিক বেতন : এক্ষেত্রে হেল্থ অফিসার পদে মাসিক বেতন দেওয়া হবে 62,000 টাকা।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক 67 বছর বা তার নিচে। 01-01-2024 তারিখ অনুযায়ী বয়স গননা করা হবে।
আবেদন করার যোগ্যতা : এক্ষেত্রে আবেদন করতে বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে। নিচে অফিসিয়াল নোটিশ থেকে যোগ্যতা উল্লেখ করা হলো –
পোস্ট অফিসের ধামাকা স্কিম, বিনিয়োগ করলে টাকা ডবল, গ্যারান্টি সরকারের -India Post Scheme
এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.