মাসিক 18,000 বেতনে মিড ডে মিল বিভাগে একাধিক পদে নিয়োগ, DM অফিসে বিজ্ঞপ্তি প্রকাশ – WB Mid-Day-Meal Job Recruitment

WB Mid-Day-Meal Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পুনরায় আরেকটি নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের এক জেলার ডিএম অফিসের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার ডিএম অফিসে মিড ডে মিল ( MDM) কোর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদনের বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। WB Mid-Day-Meal Job Recruitment

wb Mid-Day-Meal job recruitment

পদের নাম:

হুগলি জেলার ডিএম অফিস কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  1. • MDM কোর্ডিনেটর পদ।
  2. • অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

হুগলি জেলার ডিএম অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ১০ টি‌। যার মধ্যে Mid-Day-Meal কোর্ডিনেটর পদে শূন্য পদের সংখ্যা ০১ টি, অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে শূন্য পদের সংখ্যা ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা:

সংশ্লিষ্ট জেলার ডিএম অফিসে একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, যা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।নিচে পদ অনুযায়ী যোগ্যতা সম্পর্কে পদ অনুযায়ী আলাদা আলাদা ভাবে অফিসিয়াল নোটিশ থেকে স্ক্রিনশট দেওয়া হল। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত জেনে নিবেন।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বেসিক পে অনুযায়ী বেতন নির্ধারিত রয়েছে। MDM কোর্ডিনেটর পদে কর্মীদের মাসিক বেতন ১৮,০০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১১,০০০ টাকা।

বিষয়বিস্তারিত
নিয়োগের বিভাগমিড ডে মিল
পদের নাম সমূহco-ordinator, Assistant Accountant
যোগ্যতাDifferent As Per Post
বয়সসীমাMaximum 65
আবেদন পদ্ধতিOffline

আবেদন পদ্ধতি:

অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফর্মে উল্লেখিত তথ্য গুলি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

ইন্টারভিউ তারিখ:

সংশ্লিষ্ট জেলার ডিএম অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্টারভিউ এর ঠিকানা নিম্নে উল্লেখ করা হয়েছে।

ইন্টারভিউ ঠিকানা:

হুগলি জেলার ডি এম অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউয়ের দিন সঠিক সময় মত পৌঁছতে হবে। ইন্টারভিউ কেন্দ্রে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে হবে। ইন্টারভিউ এর ঠিকানা নিম্নলিখিত।
Office Chamber of the Additional District Magistrate (Dev), Old Collectorate Building, 1st Floor, Chinsurah, Hooghly

Official NotificationDownload
Official WebsiteClick Here

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"