রাজ্য ভূমি সংস্করণ দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Land Department Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সরকারি দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের তরফে। রাজ্যের যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। যোগ্য চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হলে শেষ পর্যন্ত পড়বেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। WB Land Department Job Recruitment

Wb land Department job recruitment

পদের নাম : রাজ্য ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের অধীনে ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থীরা রাজ্য ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অফিসিয়াল নোটিশ অনুযায়ী পরিপূর্ণ। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে দেখে নিবেন।

বয়স সীমা : রাজ্য ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করতে আগ্রহী হবেন তাদের বয়স থাকতে হবে সর্বাধিক ৬৪ বছর কিংবা তার নিচে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

মাসিক বেতন : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবে তাদের মাসিক বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা।

আবেদন ফি : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে কোনরকম আবেদন মূল্য জমা করতে হবে না।

আবেদন পদ্ধতি : পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে অবলম্বন করে। অফলাইন মাধ্যমে আবেদন করতে নিচের দেওয়া স্টেপগুলি ফলো করবেন –

1. অফলাইনে আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল নোটিশ থেকে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে

2. আবেদন পত্র ডাউনলোড হয়ে গেলে এরপর আবেদন পত্রটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে

3. এরপর আবেদন পত্রটির খালি ঘরে নিজস্ব সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে

4. এরপর যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এবং যথাস্থানে নিজের সিগনেচার করতে হবে

5. এরপর জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানাই সময়ের পূর্বে জমা করতে হবে

জরুরী ডকুমেন্টস সমূহ : অফলাইনে আবেদন করতে গেলে একটু বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে

1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র কিংবা মাধ্যমিক এডমিট কার্ড

2. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি

3. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড এই জেরক্স কপি

4. আবেদনকারী যদি কোন রিজার্ভ জাতি থেকে হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট

5. আবেদনকারীর কাজের যে অভিজ্ঞতা সার্টিফিকেট

6. পাস্পোর্ট সাইজের রঙিন ছবি

7. এছাড়াও পদ সম্পর্কিত অন্যান্য জরুরি ডকুমেন্টস

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন এবং যোগ্য হবেন, তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা : যে সকল চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে চাই, তারা এক্ষেত্রে ৪ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন।

ইন্টারভিউ এর তারিখ : যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে ৫ মার্চ ২০২৪ তারিখে।

আবেদন পত্র জমা করার ঠিকানা : The 2nd Floor of the Office Of District Land & Land Reforms Officer, Howrah

ইন্টারভিউ এর স্থান : The Chamber of additional District Magistrate (LR),12,Nityadham Mukherjee Road, Howrah – 711101

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন, তারা আগে অফিসিয়াল নোটিশ ভালোভাবে দেখে নিয়ে তারপরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন। নিচে অফিসে নোটিশ ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া হবে –

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর এবং অন্যান্য খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন

Important Links

Telegram ChannelJoin Now
WhatsApp GroupJoin Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"