ভূমি সংস্করণ দপ্তরে Group C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ – WB Land Department Job Recruitment

wb land Department job recruitment

WB Land Department Job Recruitment : রাজ্যে ভূমি ও সংস্করণ দপ্তরের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যর চাকরি প্রার্থীরা এক্ষেত্রে যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের জেলার বাসিন্দা হলে এই সুযোগ হাতছাড়া করবেন না। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Group C  – আমিন পদে নিয়োগ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।

 

বয়সসীমা : যে সকল প্রার্থী যোগ্যতার নিরিখে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে ৬৪ বছর কিংবা তার নিচে।

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক সাম্মানিক হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল প্রার্থীরা আবেদন জানাতে চাই তাদের নিয়োগ করা হবে মূলত শুধু ইন্টারভিউ দিয়ে। ইন্টারভিউ এর সময় ও তারিখ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

আবেদন পদ্ধতি : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। ঠিকঠাকভাবে তথ্যগুলো পূরণ করার পর তার সঙ্গে জরুরি ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ এ উপস্থিত হতে হবে। এক্ষেত্রে আগে কোন আবেদন পত্র জমা নেওয়া হবে না।

 

ইন্টারভিউ এর তিন জরুরি ডকুমেন্ট সমূহ : ইন্টারভিউ শুরু করার আগে প্রার্থীকে সমস্ত জরুরি ডকুমেন্টস এর উপর সেল্ফ এটাস্টেট করে তার অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে উপস্থিত হতে হবে –

 এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পিপিও, পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি নিয়ে উপস্থিত হতে হবে।

Recruitment BoardWB Land Department Job Recruitment
Post NameGroup C – Amin
Eligibility Criteria10th + Retired Amin
Recruitment ProcessOnly Interview

 

ইন্টারভিউ এর তারিখ  : এক্ষেত্রে প্রার্থীকে সমস্ত জরুরি ডকুমেন্ট ও আবেদনপত্র নিয়ে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টার আগে উপস্থিত হতে হবে।

 

*এক্ষেত্রে যে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাকে বল রিটায়ার্ড আমিন প্রার্থীদের জন্য। এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে*

সমবায় ব্যাংকে প্রচুর ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন – Bank Clerk Recruitment

ইন্টারভিউ এ উপস্থিত হওয়ার পূর্বে অথবা আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন 👇👇👇👇

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x