আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে রাজ্যের রেল স্টেশনে চাকরির দারুন সুযোগ। এবার পশ্চিমবঙ্গের রেল স্টেশনে শুধু মাধ্যমিক পাশে টিকিট সেলার পদে নিয়োগ করছে রেল দপ্তর। যদি আপনার যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ থেকে থাকে তাহলে আপনার জন্য এই সুযোগ। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে, এই চাকরি মিস করবেন না। আবেদন করার পূর্বে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে সবস্তারে আলোচনা করা হবে। WB Job Recruitment
পদের নাম : রেলের টিকিট সেলার পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হতে চাই তাদের এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে।
বয়স সীমা :রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর কিংবা তার ঊর্ধ্বে।
মাসিক বেতন বা সাম্মানিক :এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন তা,দের এক্ষেত্রে নির্দিষ্ট মাসিক বেতন উল্লেখ করার নেই অর্থাৎ প্রার্থীদের কমিশনের ভিত্তিতে আয়ের সুযোগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :যে সমস্ত বেকার প্রার্থীরা মাধ্যমিক পাস করে রয়েছে এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে তাদের ক্ষেত্রে একটি অফলাইন আবেদন পত্র জমা করতে হবে এবং তার সঙ্গে মানি রিসিপ্ট পত্রটিও জমা করতে হবে। এর আগে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।
জরুরি নথিপত্র সমূহ :আগ্রহী প্রার্থীদের আবেদন করতে গেলে এক্ষেত্রে বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।যেমন- মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট, পরিচয় পত্র, বাসিন্দা প্রমান, পাসপোর্ট সাইজের ছবি অন্যান প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদন করার শেষ তারিখ: অফলাইন মাধ্যমে আবেদন করা যাবে এক্ষেত্রে 10 এপ্রিল 2024 পর্যন্ত
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.