Categories: Blog

স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি সহ 31 ধরনের পদে চাকরির বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সুযোগ -WB Health Job Recruitment

Published by
JR Team

চাকরির প্রার্থীদের জন্য রয়েছে এক বড় ধরনের সুখবর। ‌ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। প্রার্থীদের নিয়োগ করা হবে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্টাফ নার্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, কোয়ালিটি মনিটরিং, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেল্থ, অন্বেষা ক্লিনিক কাউন্সিলর, RKSK MO, কাউন্সিলর, অডিওলজিস্ট, অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, এছাড়াও রয়েছে অ্যাকাউন্টেন্ট, এলডিসি, গ্রুপ ডি, আয়ুষ ডাক্তার, আয়ুষ (হোমিওপ্যাথি), যোগা ইন্সট্রাক্টর প্রভৃতি। তবে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। WB Health Job Recruitment

পদের নাম – স্বাস্থ্য বিভাগ থেকে যে সকল পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্টাফ নার্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, কোয়ালিটি মনিটরিং, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেল্থ, অন্বেষা ক্লিনিক কাউন্সিলর, RKSK MO, কাউন্সিলর, অডিওলজিস্ট, অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, এছাড়াও রয়েছে অ্যাকাউন্টেন্ট, এলডিসি, গ্রুপ ডি, আয়ুষ ডাক্তার, আয়ুষ (হোমিওপ্যাথি), যোগা ইন্সট্রাক্টর প্রভৃতি।

শূন্য পদের সংখ্যা – স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৮ টি।


যোগ্যতা,- ১) বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজ্যুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

২) পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।

বেতন– বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের বেতন ক্রম ও বিভিন্ন ধরনের রয়েছে। তবে যে সকল প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের এই বিভিন্ন পদগুলিতে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে ৮০০০ থেকে ৬০,০০০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। WB Health Job Recruitment

আবেদন পদ্ধতি- ১) আবেদন কেবলমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজ পেপারে প্রিন্ট করে নিন।

২) এরপর আপনার নাম অভিভাবকের নাম ঠিকানা এডুকেশন কোয়ালিফিকেশন যথাস্থানে সঠিকভাবে লিখে ফর্মটি ফিলাপ করুন।

৩) ফার্মটি ফিলাপ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে পিডিএফ ফাইলে মেইল করে পাঠিয়ে দিন।

প্রয়োজনীয় ডকুমেন্ট- ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হল- ১) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি ৩) এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত জেরক্স এবং সার্টিফিকেট এর কপি ৪) সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের কপি।

নিয়োগ পদ্ধতি- প্রার্থী বাছাই করা হবে- লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ভাইবার মাধ্যমে।

আবেদন পত্র জমা করার ইমেইল এড্রেস : প্রত্যেক ক্যাটাগির পদের শেষে আবেদন পত্র পাঠানোর ইমেইল এড্রেস দেওয়া আছে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।


চাকরি স্থান- প্রার্থীদের কালিম্পং এর বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।

জেলা পরিষদের 38 টি গ্রাম পঞ্চায়তে HMO/AMO পদে নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন -WB Zilla Parishad Job Recruitment

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন- ২১.০৮.২০২৪ তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে। Written by Nupur Chattopadhyay

Official Notification : Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.