যারা এই মুহূর্তে চাকরির অপেক্ষায় বসে রয়েছেন তাদের মনে খুশির আলো জোগালো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ। সাম্প্রতিককালে স্বাস্থ্য বিভাগের বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে। প্রার্থীদের নিয়োগ করা ১৯ ধরনের আলাদা আলাদা পদে। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হবে। নিয়োগ হবে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে। স্বাস্থ্য দপ্তরের এই বিভিন্ন পদে আবেদন করতে গেলে প্রার্থীদের কি যোগ্যতা থাকতে হবে? কত দিনের মধ্যে আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে? প্রভৃতি প্রশ্নের উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। WB Health Job Recruitment
পদের নাম– প্রার্থীদের যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলি হল ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, নিউট্রিসনিস্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, অ্যাটেনডেন্ট, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, আয়ুশ ডাক্তার ( হোমিওপ্যাথি), আয়ুশ ডাক্তার (আয়ুর্বেদিক), মাল্টিপারপাস ওয়ার্কার, যোগা ইন্সট্রাকটর (মেল), যোগা ইন্সট্রাক্টর (ফিমেল), লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, মেডিকেল অফিসার, কাউন্সিলার, ডাটা ম্যানেজার, অ্যানালিস্ট। WB Health Job Recruitment
শূন্য পদের সংখ্যা– স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৫টি।
বেতন– বিভিন্ন পদের জন্য বেতন পরিকাঠামো বিভিন্ন ধরনের রয়েছে তবে যে প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের এই পদগুলিতে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৫০০০- ৭২০০০ টাকার মধ্যে।
বয়স– বিভিন্ন পদের প্রার্থীদের জন্য বয়স পরিকাঠামো বিভিন্ন ধরনের রয়েছে। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৭২ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ১.১.২০২৪ তারিখ অনুযায়ী। বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
যোগ্যতা– ১) স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রার্থী থেকে গ্র্যাজুয়েট সকলেই এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
২) প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয়।
৩) এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) পশ্চিমবঙ্গের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলার জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি– ১) আবেদন করার জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbhealth.sov.in/online recruitment/aoolication orinl) যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন এর কাজ শেষ হলে আবেদন জমা দেওয়ার লিংকে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, অভিভাবকের নাম সঠিকভাবে ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড এবং পরীক্ষার ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ শেষ হবে।
আবেদন মূল্য- জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে।। অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য হল ৫০ টাকা।
নিয়োগ পদ্ধতি– প্রার্থী বাছাই করা হবে একাডেমিক মার্কস, এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
নিয়োগের স্থান : নদীয়া জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃক এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ– ১) রেজিস্ট্রেশন শুরুর সময় – ২৩ শে জুলাই ২০২৪ দুপুর ১ টা থেকে।
২) রেজিস্ট্রেশন করার শেষ দিন – ২রা আগস্ট ২০২৪ মধ্যরাত্রি।
৩)আবেদন মূল্য জমা দেওয়ার শেষ দিন- ৪ঠা আগস্ট ২০২৪ মধ্যরাত্রি।
৪) ফর্ম জমা দেওয়ার শেষ দিন- ৬ই আগস্ট ২০২৪ মধ্য রাত্রি।
Written by Nupur Chattopadhyay
Official Notification : Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.