স্বাস্থ্য ভবনের অধীনে প্রচুর গ্রামাঞ্চলে মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই -WB Health Job Recruitment

Published by
Mr Jobre

পশ্চিমবঙ্গের এক জেলায় ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ ও যোগ্যতার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। WB Health Job Recruitment

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে : রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তবে নিয়োগ করা হবে শুধু এক জেলার বিভিন্ন গ্রাম গুলিতে।

 

বিজ্ঞপ্তি নং : SHDS/46/2024-2025

 

নিয়োগের সংস্থা ও ধরন : সোসাইটি ফর হেল্থ এ্যান্ড ডেমোগ্রাফিক সারভাইল্যান্স বিভাগে নিয়োগ করা হবে। এই নিয়োগ চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। আপাতত চাকরির মেয়াদ হবে 6 মাস।

 

পদের নাম : সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে

 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম 25 বছর এবং সর্বাধিক 35 বছর। বয়স গননা করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী।

 

মাসিক বেতন ( Consolidated) : প্রতিমাসে দেওয়া হবে 12,500 টাকা।

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে আগ্রহী ও সংশ্লিষ্ট গ্রামের বসবাসকারী কেবল বিবাহিত মহিলাদের Walk In Interview এর জন্য আহ্বান করা হয়েছে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে বলা হয়নি। ইন্টারভিউ এর দিন একটি আবেদন পত্র হাতে লিখে প্রস্তুত করতে হবে যার মধ্যে উল্লেখ থাকবে নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নং, বয়স, যোগ্যতা ও অন্যান্য জরুরি বিষয় বস্ত। ওইদিন জরুরি নথিপত্রের অরিজিনাল ও জেরক্স কপিও নিয়ে উপস্থিত হতে হবে।

 

জরুরি ডকুমেন্টস সমূহ : 

1. উচ্চ মাধ্যমিকের মার্কশিট

2. বয়সের প্রমাণ

3. ভোটার / আধার কার্ড

4. কমপক্ষে 6 মাসের কম্পিউটার নলেজ সার্টিফিকেট

5. বাসিন্দা প্রমাণ (পঞ্চায়েত কর্তৃক)

6. অন্যান্য

 

ইন্টারভিউ এর ঠিকানা ও তারিখ : সংশ্লিষ্ট নিয়োগের জন্য নিদিষ্ট ঠিকানায় ও তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এর জন্য নিচের দেওয়া ছবিটি ভালো করে দেখুন

 

নিয়োগের স্থান : যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার উল্লেখিত গ্রাম গুলির স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে উল্লেখিত গ্রাম ছাড়া অন্য কোনো গ্রাম থেকে আবেদন জানাতে পারবেন না। এছাড়াও যদি কেও প্রমাণিত হয় যে, কোনো প্রার্থী অন্য গ্রাম থেকে আবেদন করেছে তাহলে তা বাতিল করা হবে। নিচে নিয়োগের গ্রাম গুলির লিস্ট দেওয়া হল –

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। আজকের প্রতিবেদনে কেবল সংক্ষিপ্ত আলোচনা করা হল।

Official Notification : Download 

x
Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.