রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের স্বাস্থ্য দপ্তরেরঅধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের 23 জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নিয়োগপত্র দেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল। WB Health Job Recruitment
আবেদন পদ্ধতি : রাজ্য স্বাস্থ্য দপ্তরের (WB Health) সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে, যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চাই, তাদের অনলাইন মাধ্যম অবলম্বন করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের (WB Health) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর আবেদন প্রক্রিয়া আরম্ভ করতে হবে। সব ঠিকঠাক ভাবে পূরণ করে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। তবে তার আগে আবেদন মূল্য জমা করতে হবে।
আবেদন ফী : অনলাইনে আবেদন করার সময় সাধারণ ও ওবিসিদের 100 টাকা এবং সংরক্ষিতদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। আবেদন ফী অনলাইন Credit Card / Debit Card /Net Banking / UPI এর মাধ্যমে জমা করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র সমূহ :
1. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট সমূহ
3.জাতিগত সার্রিফিকেট (যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
5. আধার বা ভোটার কার্ড
6. অভিজ্ঞতা (যদি থাকে)
7. অন্যান্য
বাছাই প্রক্রিয়া : যারা সফলভাবে আবেদন জানাবেন, তাদের এক্ষেত্রে নির্বাচন করা হবে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে। এক্ষেত্রে একাডেমিক স্কোর, লিখিত পরীক্ষা, মেডিক্যাল টেস্ট ও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে।
পদের নাম : এক্ষেত্রে 14 ধরনের আলাদা আলাদা স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ কিংবা পদ অনুযায়ী জরুরি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে প্রত্যেক পদ সম্পর্কে জেনে নিবেন এবং তারপর আবেদন করবেন।
বয়সসীমা : এক্ষেত্রে সর্বাধিক সর্বাধিক বয়স থাকতে হবে 40-60 বছরের মধ্যে। এছাড়াও অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।
আবেদন করার শেষ তারিখ : 15-04-2024 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
Official Notice : Download
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.