রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফের অসংখ্য চাকরি , 23 জেলা থেকে নিয়োগ -WB Health Job Recruitment

Published by
JR Team

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে এবার ফের অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের 23 জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ছেলে ও মেয়ে সকলে আবেদন জানাতে পারবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়স সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Health Job Recruitment

কী কী পদে নিয়োগ করা হবে এবং তার সম্পর্কে নিচে আলোচনা করা হল –

1. মেডিকেল অফিসার

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স হতে পারে সর্বাধিক 67 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 60 হাজার টাকা।

 

2. মেডিকেল সামাজিক কর্মী

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 20-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 18 হাজার টাকা।

 

3.স্টাফ নার্স

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 25 হাজার টাকা।

 

4. কমিউনিটি হেল্থ অ্যাসিস্টেন্ট

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 13 হাজার টাকা।

 

5. ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 30 হাজার টাকা।

 

6. সিনিয়র টিউবারকুলেশিস

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 25 হাজার টাকা।

 

7.ল্যাবোরেটরি সুপারভাইজার

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 25 হাজার টাকা।

 

8.প্রোগ্রাম অ্যাসিস্টেন্ট

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 22 হাজার টাকা।

 

9. মাল্টি রিহেবিলিটেশন কর্মী

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 18 হাজার টাকা।

 

10. কাউন্সিলর

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 22 হাজার টাকা।

 

11. ফার্মাসিস্ট

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থাকতে হবে 18-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 21 হাজার টাকা।

 

12. কাউন্সিলর

বয়সসীমা : উপরোক্ত পদে আবেদন করতে বয়স থালতে হবে 21-40 বছর পর্যন্ত।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে 20 হাজার টাকা।

 

যোগ্যতা : স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে মোট 12 টি আলাদা আলাদা পদে অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে। তাই প্রত্যেক পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় জরুরি নথিপত্র সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো আপলোড করতে হবে। আবেদন লিঙ্ক পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে।

 

অনলাইন আবেদন করার শেষ তারিখ : আগ্রহী প্রার্থীরা 15 এপ্রিল পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

 

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক করবেন –

Official Notice : Download 

Online Apply : Click Here 

Important Link 

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x
Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.