রাজ্যে গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন -WB Group D Job Recruitment

Published by
JR Team

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যে পুনরায় একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই জেলাভিত্তিক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে মাধ্যমিক পাস পর্যন্ত যোগ্যতায় এই পদ গুলিতে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এই নিয়োগ প্রক্রিয়ায় কর্মবন্ধু, হেল্পার, রাঁধুনি, দারোয়ান, সুপারিনটেনডেন্ট প্রভৃতি পদে নিয়োগ করা হবে। নিম্নে এই পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ও আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। WB Group D Job Recruitment

• Employment No: 1358/Avd./BCW/Msd.

শূন্য পদের নাম ও আবেদনের শিক্ষাগত যোগ্যতা:

জেলাভিত্তিক কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে পদ গুলোতে নিয়োগ করা হবে তার বিস্তারিত বিবরণ নিম্নে আলোচনা করা হলো।

১.শূন্য পদের নাম: কর্ম বন্ধু।

আবেদন যোগ্যতা: কর্ম বন্ধু পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তার পাশাপাশি আবেদনকারী কর্মবন্ধু হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ৩০০০ টাকা করে দেওয়া হবে।

২.শূন্য পদের নাম: দারোয়ান।

আবেদন যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করে থাকলেই হবে তার পাশাপাশি ডাক্তারের স্বীকৃত ফিজিক্যাল সার্টিফিকেট জমা করতে হবে।

বেতন: দারোয়ান পদে নিয়োজিত চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ৬০০০ টাকা করে দেওয়া হবে।

৩.শূন্য পদের নাম: হেল্পার।

আবেদন যোগ্যতা: হেল্পার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: হেল্পার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে ৫০০০ টাকা।

৪.শূন্য পদের নাম: কেয়ারটেকার

আবেদন যোগ্যতা: এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাসপোর্ট থাকতে হবে।

বেতন: এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ৯০০০ টাকা থেকে শুরু হয়। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

৫.শূন্য পদের নাম: রাধুনী

আবেদন যোগ্যতা:হেল্পার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: উক্ত পদে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হয় ৭০০০ টাকা। পরবর্তীকালে এই বেতন বাড়বে।

৬. শূন্য পদের নাম: সুপারিনটেনডেন্ট।
আবেদন যোগ্যতা: এই পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। ‌

বেতন: স্নাতক উত্তীর্ণ যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা।

• কি ভাবে আবেদন করবেন:

উপরে উল্লেখিত একাধিক পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীরা, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আবেদন পত্রটি নিচে দেয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করা হয়ে গেলে সে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। আবেদনপত্র পাঠানো ঠিকানা নিম্নে উল্লেখ রয়েছে।

• আবেদনপত্র জমা করার ঠিকানা— Drop Box, Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101

• প্রয়োজনীয় নথিপত্র:
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের আবশ্যিক প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

১.জন্ম প্রমাণপত্র।

২.আবেদনকারীর স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, যথা- ভোটার কার্ড, আধার কার্ড প্রভৃতি।

৩.শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

৪.পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার।

• প্রার্থী বাছাই প্রক্রিয়া:

আবেদনকারী চাকরিপ্রার্থীদের সর্বপ্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। সর্বমোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২৫ নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে।

• আবেদন সময়সীমা:
এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা উপরে উল্লেখিত ঠিকানায় দ্রুত আবেদন পত্রটি পাঠিয়ে দিন।

Official notification :Download Now
Application from: Download Now

x
JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.

Share
Published by
JR Team

Recent Posts

This website uses cookies.