রাজ্যে অষ্টম পাশে প্রচুর গ্রুপ ডি চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন – WB Group D Job Recruitment

Published by
Team JR

চাকরির প্রার্থীদের জন্য রয়েছে আবারও একটি বড় ধরনের সুখবর। অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (BCWTD) দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড এবং কর্মবন্ধু প্রভৃতি পদে কর্মী নিয়োগ হবে। আগামী ১৩ই আগস্ট ২০২৪ এর মধ্যে প্রার্থীদের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। কিছু প্রার্থীরা বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। WB Group D Job Recruitment

পদের নাম– অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (BCWTD) দপ্তর কর্তৃক সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড এবং কর্মবন্ধু প্রভৃতি পদে কর্মী নিয়োগ হতে চলেছে।

শূন্য পদের সংখ্যা– এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৬ টি।



বেতন– অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (BCWTD) দপ্তর কর্তৃক সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেলপার, দারোয়ান-কাম-নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের বেতন উল্লেখ করা হয়েছে। তবে যে প্রার্থীরা এই বিভিন্ন পদে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে ৩০০০-১৫০০০০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা– অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (BCWTD) দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা– এই বিভিন্ন পদে আবেদন জানাতে গেলে ইচ্ছুক প্রার্থীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি-এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের অনলাইনেই সমস্ত কাজ করতে হবে।

১)অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটটি হল www.ddinaipur.nic.in এবং https://recruitmentdd.in।


২) অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে রেজিস্ট্রেশন করুন।

৩) এরপর আবেদনের লিংকে ক্লিক করে নিজের নাম ঠিকানা, এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য অনুযায়ী বিস্তারিতভাবে ইনপুট করুন।

৪) সবকিছু হয়ে গেলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন।

৫) সাবমিট বাটনে ক্লিক করে আবেদন জমা দেওয়ার কাজ শেষ করুন।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট– ১) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি ৩) এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত জেরক্স এবং সার্টিফিকেট এর কপি।

নিয়োগ পদ্ধতি– অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (BCWTD) দপ্তরে কর্মী নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউ এর মাধ্যমে। WB Group D Job Recruitment

চাকরির স্থান– প্রার্থীদের নিয়োগ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এর বিভিন্ন প্রান্তে।

রাজ্য খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 23 জেলা থেকে আবেদন করুন – WB Govt Job Recruitment


গুরুত্বপূর্ণ তারিখ-

১) আবেদনপত্র জমা দেওয়ার তারিখ – ১.০৮.২০২৪
১৩.০৮.২০২৪

২) লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে- ১৬.০৮.২০২৪।

৩) লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদান হবে- ২২.০৮.২০২৪।

৪) প্রতিকার করার যদি প্রয়োজন থাকে তাহলে করতে হবে-২৯.০৮.২০২৪

৫) লিখিত পরীক্ষা হবে (সুপারিনটেনডেন্ট এবং ম্যাট্রন পদের জন্য) ৮.০৯.২০২৪।

৬) সুপারিনটেডেন্ট এবং ম্যাট্রন পদের জন্য ইন্টারভিউ এর তারিখ পরে জানানো হবে।

৭) কুক ও হেল্পার পদের জন্য ইন্টারভিউ হবে- ১২.০৯.২০২৪।

৮) দারোয়ান-কাম-নাইট গার্ড এবং কর্মবন্ধু পদের জন্য ইন্টারভিউ হবে- ১৩.০৯.২০২৪।

Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

x
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

Recent Posts

This website uses cookies.