পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম পাশ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনার জন্য চাকরির দারুন সুযোগ নিয়ে আসা হয়েছে। কেননা এবার অষ্টম পাশে গ্রুপ ডি লেভেলের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিংবা ভারতের নাগরিক হলেই এই পদগুলিতে যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন। ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রে আবেদনের সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক করা হবে। WB Group D Job Recruitment
Memo No. 121 , Date. L6/O712024
পদের নাম : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমত নাইটগার্ড ( DRW Staff) দ্বিতীয়ত কর্ম বন্ধু পদে নিয়োগ করা হবে।
1. Night Guard ( DRW Staff)
যোগ্যতা : যে সমস্ত প্রার্থী নাইটগার্ড পদের জন্য আবেদন জানাতে চাই, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : উপরোক্ত পদের জন্য আবেদন জানাতে সর্বাধিক বয়স থাকতে হবে ৬৪ বছর কিংবা তার নিচে।
2. Karmabandhu
যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে এই পদে আবেদন করতে অষ্টম পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে।
বয়স সীমা : উপরোক্ত পদ আবেদন করতে সর্বনিম্ন বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৬৪ বছরের মধ্যেই।
* উপরোক্ত দুই ধরনের পদের ক্ষেত্রে ফ্রেশ কিংবা রিটায়ার্ড উভয় ধরনের প্রার্থী আবেদন জানাতে পারবেন।
মাসিক সাম্মানিক : সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক সাম্মানিক ধার্য করা হবে সরকার অথবা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা।
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের আবেদনপত্র জমা করতে হবে সরাসরি কিংবা পোস্ট অফিস মারফত। প্রথমে অফলাইন আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে এরপর ওই আবেদন পত্রটি ঠিকঠাকভাবে পূরণ করে নিতে হবে। আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্ট সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতরে ভরে সরাসরি হাতেনাতে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে পারবেন। ছুটির দিন বাদে বাকি সব দিনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আবেদন পত্র জমা করতে পারবেন ২ আগস্ট ২০২৪ তারিখ সন্ধ্যা ৫ টা পর্যন্ত। WB Group D Job Recruitment
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ : আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস সমূহের জেরক্স কপি জমা করতে হবে, নিচে আলোচনা করা হলো –
1. বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সঙ্গে সেল্ফ এটাস্টেট করতে হবে
2. পাসপোর্ট সাইজের ছবি যথাস্থানে বসাতে হবে
3. বাসিন্দা প্রমান হিসাবে উপযুক্ত ডকুমেন্টসের জেরক্স কপি দিতে হবে
4. অন্যান্য
নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে, প্রথমে আবেদনলারীদের ইন্টারভিউ এর জন্য লিস্ট তৈরি করা হবে, এরপর ওই লিস্ট অনুযায়ী তাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ সম্পর্কে যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে (http://dharmadagovt.wbptti.in/) দেওয়া হবে।
WBMDFC Job Recruitment : সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউ দিয়ে সুযোগ
শর্ত সমূহ :
1. এই নিয়োগ চুক্তিভিত্তিক বা অস্থায়ী যাতে করা হবে
2. নিয়োগের আবেদনপত্র অফিসিয়াল নোটিসের সঙ্গে দেওয়া রয়েছে
3. একই পদের জন্য একাধিক আবেদনপত্র জমা করলে তা বাতিল করা হবে
এছাড়াও আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিস ডাউনলোড করে আগে ভালোভাবে দেখে নিবেন তারপর পরবর্তী পদক্ষেপ নিবেন
নিয়োগের স্থান ও আবেদনপত্র জমা করার ঠিকানা : Principal, Dharmada Govt. P.T.T. I, Vill+Po -Dharmada, Ps-Nakashipara, Dist-Nadia, Pin-74LL38.
Official Notification : Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
This website uses cookies.