অবশেষে রাজ্যে গ্রুপ ডি ও সি কর্মী নিয়োগ শুরু, 23 জেলা থেকে আবেদন করুন -WB Group D Job Recruitment

Published by
Mr Jobre

রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য ফের দারুন সুসংবাদ। রাজ্যে অবশেষে গ্রুপ ডি ও গ্রুপ সি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক পদের জন্য একাধিক শূন্য পদও রয়েছে। রাজ্যের যেকোন জেলা থেকে চাকরি প্রার্থীগণ আবেদন জানাতে পারবেন যদি তাদের উপযুক্ত যোগ্যতা থাকে।  যে সমস্ত প্রার্থীরা রাজ্যের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য আবেদন জানাতে চাই, তারা নিচে শেষ পর্যন্ত পড়বেন বিস্তারিত জানতে। WB Group D Recruitment

কী কী পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে তিন ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে।

1. গ্রুপ ডি (Group D)

2. গ্রুপ সি ( Group C)

3. অতিথি শিক্ষক ( Guest Teacher)

 

যোগ্যতা : রাজ্যের গ্রুপ ডি, গ্রুপ সি ও অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন জানাতে চাই, তাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী।

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে চাই, তাদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী বয়স সর্বাধিক ৬২ বছর এর নিচে হতে হবে। প্রার্থীদের বয়স গননা করা হবে ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী।

 

আবেদন প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে আগ্রহী হবেন, তাদের এক্ষেত্রে অন্য মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে। যার মধ্যে প্রার্থীর সমস্ত জরুরী তথ্য থাকবে, পাশাপাশি প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে, এছাড়াও প্রার্থীর যোগাযোগ নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করতে হবে। সব ঠিকঠাক থাকলে এই বায়োডাটা নির্দেশ মতো ইন্টারভিউ এর দিন নিয়ে উপস্থিত হতে হবে। বায়োডাটা সঙ্গে অবশ্যই জরুরি ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে ইন্টারভিউ এর আগে আবেদনপত্র জমা নেওয়া হবে না, কেবল ওই দিনেই জমা নেওয়া হবে।

 

বাছাই প্রক্রিয়া : যারা উপরোক্ত পদ গুলিতে আবেদন জানানোর উপযুক্ত যোগ্যতা রাখে তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে সরাসরি  Walk In Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

জরুরি ডকুমেন্টস সমূহ : 

1. বয়সের প্রমান পত্র

2. যোগ্যতার ডকুমেন্টস সমূহ

3. পাসপোর্ট সাইজের ছবি

4. বায়োডাটা

5. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

6. পরিচয় পত্র (আধার বা ভোটার কার্ড)

7. পিপিও ( পদের জন্য প্রযোজ্য হলে)

8. অন্যান্য

 

ইন্টারভিউ-র তারিখ : আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউ এ উপস্থিত হওয়ার আগে অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়েনিবেন। এরপর নোটিশের নির্দেশ মেনে ১৮ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ টার আগে উপস্থিত হবেন।

WBSSD-র মাধ্যমে সরকারি প্রকল্পে প্রচুর চাকরিতে নিয়োগ শুরু -WB Govt Job Recruitment

 

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Important Links

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
x
Mr Jobre

Share
Published by
Mr Jobre

Recent Posts

This website uses cookies.