চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন সুসংবাদ। আপনার শিক্ষাগত যোগ্যতা কী মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। খাদ্য দপ্তরে বিপুল সংখ্যক গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে আবেদন চাওয়া হয়েছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। Food Department Group C Job Recruitment
বিজ্ঞপ্তি নং : BECIL/Project-III(HRMS)F.No.113/FSSAI-NR/Cr No.773/2024/Adv. 440
কী কী পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে নিচে আলোচনা করা হবে –
1. ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
পদ সংখ্যা : চারটি পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ ও কম্পিউটার নলেজ সঙ্গে ভালো টাইপিং দক্ষতা।
বয়সসীমা : আবেদনলারীদের বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছর বা তার নিচে।
মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 25,792 টাকা।
2. মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য।
মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 21,632 টাকা।
বয়সসীমা : আবেদনকারীদের সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছর বা তার নিচে।
আবেদন পদ্ধতি : যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা খাদ্য দপ্তরের উপরোক্ত পদ গুলিতে আবেদন জানাতে হবে হবেন, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বা সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করার পর আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদন পত্রটি একবার ভালোভাবে যাচাই করে তারপর ফাইনাল সাবমিট করতে হবে।
অনলাইন আবেদন করার সময় জরুরি নথিপত্র সমূহ –
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে কিংবা অনলাইন আবেদন লিঙ্ক পেতে নিচে দেখুন –
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
অনলাইন আবেদন : ক্লিক করুন