আপনি কি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা? তাহলের আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেননা রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য আপাতত স্বস্তির খবর। বর্তমানে ঘরে বসে মাসিক ভাতা দিচ্ছে মমতা সরকার। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম পাশ। এবার আপনার হাতে রয়েছে দারুণ সুসংবাদ। তাহলে আর দেরি না করে এক্ষুনি বিস্তারিত জেনে নিন। WB Govt Yuvashree Scheme

wb govt Yuvashree scheme

অন্যদিকে এদিকে রাজ্যের মহিলাদের জন্যও মাসিক ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছেন মমতার সরকার। যার নামকরন করা হয়েছে ‘লক্ষীর ভান্ডার’। রাজ্য সরকার এখানেই থেমে নেই , রাজ্যে স্বাস্থ্য পরিষেবা থেকে খাদ্য সুরক্ষা, পড়াশোনার জন্য ঋণ থেকে বিভিন্ন স্কলারশিপ, মেয়েদের জন্য কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্প। এছাড়াও আরও নানা প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে সহায়তা করছেন রাজ্য সরকার। এদিকে বেকারদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বেকার ভাতা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পাবেন মাসিক 1500 টাকা। চলুন আজকে জেনে নেওয়া যাক বিস্তারিত। WB Govt Yuvashree Scheme

যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য : যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল বেকারদের মাসে মাসে 1500 টাকা দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হলো যাতে পড়ুয়া সহ কর্মহীনদের বেকারদের আর্থিক সহায়তা করা যায়।

মাসিক আর্থিক সাহায্যের পরিমাণ : বেকার প্রার্থীরা যুবশ্রী প্রকল্পের জন্য নির্বাচন হলে বা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করলে, মাসিক 1500 টাকা সরাসরি ব্যাংকে দেওয়া হবে।

আবেদন করতে কী কী শর্ত থাকতে হবে :

1. প্রার্থীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে

2. প্রার্থীর বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে।

3. শিক্ষাগত যোগ্যতা নিদিষ্ট নেই, তবে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ বা তার বেশি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।

4. এছাড়াও প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদন করার নিয়ম : সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অবশ্যই প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –

1. প্রথমে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (Employment Bank) ভিজিট করে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে

2. এরপর ‘New Enrolment job seeker’ অপশন ক্লিক করে ‘Accept and Continue’ করতে হবে।

3. এরপর আবেদন পত্রে দেওয়া খালি তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

4. আবেদন চলাকালীন নির্দেশমতো প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ স্ক্যান করে আপলোড করতে হবে

5. সবশেষে একবার যাচাই করে ফাইনাল সাবমিট করতে পারেন

আবেদন করতে বা নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :

1. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক পরীক্ষার এডমিট

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. পরিচয় পত্র (বাসিন্দা প্রমাণ)

4. আধার বা ভোটার কার্ড

5. পাসপোর্ট সাইজের ছবি

6. অন্যান্য

7. এক্সচেঞ্জ কার্ড (আগে নিকটবর্তী অফিসে গিয়ে বানাতে হবে)

লক্ষীর ভান্ডার অতীত! নয়া প্রকল্পে কম বয়সী মেয়েরা পাবেন 1000 টাকা -Govt Scheme

অনলাইনে আবেদন প্রক্রিয়া সফল হলে এই সুযোগ পেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে প্রথমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন