রাজ্য সরকার দিচ্ছে একাউন্টে 10,000 টাকা , কীভাবে পাবেন? শর্ত কী? দেখেনিন বিস্তারিত -WB Govt Scheme

ফের রাজ্যবাসীর উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে ১০০০ বা ১২০০ টাকা নয়, এক্ষেত্রে দেওয়া হবে ১০,০০০ টাকা। রাজ্যবাসীর উদ্দেশ্যেই এই প্রকল্পের সূচনা করা হয়েছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর একের পর এক অভিনব প্রকল্প নিয়ে উপস্থিত হয়েছে। তার প্রকল্পের মাধ্যমে ৮-৮০ সকল বয়সীরা উপকৃত হয়েছেন। তিনি রাজ্যের সকল প্রকার মানুষের জন্য একের পর এক প্রকল্পের উপহার দিয়েছেন। তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক। WB Govt Scheme

wb govt scheme

মাননীয়া মূখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করেই চলেছেন। এর মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, রুপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী সহ আরও বহু জন কল্যান মূলক প্রকল্প। তার প্রকল্পের মাধ্যমে বাংলার এমন কোনো মানুষ উপকৃত হয়নি তা বলা মুশকিল। কেননা প্রত্যক শ্রেণীর মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন তিনি। তার প্রকল্পের মাধ্যমে খাদ্য, স্বাস্থ্য কিংবা আর্থিক ও আরো অন্যান্যভাবে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। West Bengal Government Scheme

শাহাদ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, আর এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ১০০০ টাকা ও ১২০০ টাকা প্রদান করা হয়ে থাকে। যদিও এর আগে এই আর্থিক সাহায্যের পরিমাণ অনেকটা কম ছিল। আমাদের রাজ্য সরকারের যেহেতু মহিলাদের স্বনির্ভর করে গরে তোলায় উদ্দেশ্য তাই মহিলাদের জন্য আরও বিভিন্ন ধরনের উপকারী প্রকল্পের সূচনা করেছেন তিনি। শুধু তাই নয় রাজ্য সরকার তার প্রকল্পের সময়ের সময়ে সংশোধন করেছেন। West Bengal Government Scheme

আজকে যে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই প্রকল্পের সূচনা করেন ২০২০ সালে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল রাজ্যের পূর্বের অনলাইন মারফত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি লাভ করা। কেননা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার তাদের এমন এক মোটা অংকের আর্থিক সাহায্য দিয়ে থাকেন যার মাধ্যমে তারা ঘরে বসে শিক্ষা অর্জন করতে পারে। রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। West Bengal Government Taruner Swapna Scheme

চলতি বছরে ৪০,০০০ নবীন নিয়োগের পথে TCS, কীভাবে নিয়োগ? জেনেনিন বিস্তারিত –

রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। এই টাকা দিয়ে তারা মোবাইল কিংবা ট্যাব কিংবা পিসি অর্থাৎ অনলাইন প্রযুক্তির সঙ্গে পড়াশোনার উন্নতি করার জন্য যে কোন ডিভাইস করতে পারে। এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এবং একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া হলে। যদিও এই টাকা প্রদান শুরু হয় মাধ্যমিক পাস করার পর অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময়। অবশ্যই পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষের কম হতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে বা আবেদন করতে প্রার্থীর সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপিও জমা করতে হবে। WB Govt Scheme

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"