ভারতবর্ষের দেশীয় অর্থনীতি অনেকটাই কৃষির উপর নির্ভরশীল রয়েছে। কিন্তু ভারতবর্ষের কৃষকরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। আর্থিক অবস্থা খারাপের জন্য কৃষকরা কৃষিকাজ করার জন্য উন্নত মানের যন্ত্রপাতি কিনতে পারেনা। তাই কৃষিকে উন্নতি স্তরে পৌঁছানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের নানান ধরনের আর্থিক সহায়তা দান করে থাকে।WB Govt Scheme
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি কাজের জন্য উন্নত মানের যন্ত্রপাতি কেনার সুবিধা দিচ্ছে। ২০২৪২৫ অর্থবছেরর জন্য একটি সরকারি প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে। তবে এই সুবিধা কারা কারা পাবেন? কিভাবে আবেদন করা যেতে পারে? প্রভৃতি প্রশ্নের উত্তর এই আর্টিকেলের মাধ্যমে পাওয়া যাবে। WB Govt Scheme
কি সুবিধা পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে জানা গিয়েছে এই সরকারি প্রকল্পের অধীনে ১১০০ টি কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র অর্থাৎ কাস্টম ফায়ারিং সেন্টার খুলবে পশ্চিমবঙ্গ সরকার। মোট চারটি প্রকল্পের ভর্তুকের মাধ্যমে কৃষকদের কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়া হবে । এই চারটি প্রকল্প হল-
১) কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এককালীন অর্থ সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। আবার ৫০ % ভর্তুকি পাওয়া যাবে ছোট কৃষি যন্ত্রপাতি কেনার জন্য। এই ভর্তুকির পরিমাণ হল ১০ হাজার টাকা।
২) কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এই প্রজেক্ট এর মূল্য হবে কুড়ি লক্ষ টাকা। এই কুড়ি লক্ষ টাকার মধ্যে ৪০ শতাংশ ভর্তুকি হিসাবে পাওয়া যেতে পারে রাজ্য সরকারের কাছ থেকে।
৩) যদি কোনো কৃষক শক্তিচালিত যন্ত্রপাতি কিনতে চান তবে সেক্ষেত্রে ৫০ – ৬০% সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে।
৪) কৃষি যন্ত্রপাতির হাব তৈরি করার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য মিলবে। এই প্রজেক্ট এর দাম হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত। মোট টাকার ৮০ % ভর্তুকি দেবে রাজ্য সরকার।
আবেদন প্রক্রিয়া-
এই সরকারি ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করা সম্পূর্ণ হলে নিজের যাবতীয় তথ্য কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করতে হবে। কৃষি বিভাগের আধিকারিক ওই ডকুমেন্টসগুলি ভেরিফাই করলে আবেদনটি গ্রাহ্য হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) আধার কার্ড ২) ভোটার কার্ড ৩) ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
৪) এক কপি ছবি।
সরকার থেকে জানানো হয়েছে যে এই প্রকল্প কার্যকর হবে ১লা এপ্রিল ২০২৪ থেকে। এখনই এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হয়ে গেছে।
Written by Nupur Chattopadhyay
I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.