মহিলাদের দিচ্ছে 5000 টাকা, মমতার এই প্রকল্প অনেকের অজানা, রইল বিস্তারিত -WB Govt Scheme

Published by
Mr Jobre

মমাতর দারুণ প্রকল্প ফের রাজ্য জুড়ে ঝড় তুলেছে। এবার রাজ্যের ঘরে ঘরে ফের মহিলাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেননা এবার লক্ষীর ভান্ডার প্রকল্প থেকেও আরো এক জনপ্রিয় প্রকল্পের সূচনা করেছেন তিনি। অনেকের আবার এই প্রকল্প সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক ধারণাও নেই। এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের থেকেও আরো বেশি টাকা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। কেননা এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন 5000 টাকা। আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme

রাজ্য সরকার এবার রাজ্যবাসীর জন্য আরও এক প্রকল্প নিয়ে এসেছেন, যার মাধ্যমে আবেদন করলে মহিলারা পাবেন 5000 টাকা। তবে এই প্রকল্প বেশ কিছুদিন আগে চালু করা হলেও অনেকের কাছে এই প্রকল্প সম্পর্কে সঠিক ধারণা নেই। আপনার বাড়িতে যদি মহিলা থেকে থাকে এবং আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। রাজ্যের যে কোন প্রান্ত থেকে বা যেকোনো জেলা থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই সুবিধা পাবেন। WB Govt Scheme

 

পশ্চিমবঙ্গ সরকার সাধারণত পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন। বর্তমান রাজ্য সরকার ক্ষমতা আসার পরে রাজ্যবাসী জন্য একের পর এক জনমুখী ও জনপ্রিয় প্রকল্পের সূচনা করেছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য কোন না কোন প্রকল্প নিয়ে এসেছেন। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পায়নি এমন মানুষের খুবই অভাব রয়েছে। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গেছে। তবে আজকে যে প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি যা অনেকের কাছে অজানা রয়েছে।

 

রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন ঠিকই তবে এই প্রকল্পগুলির ক্ষণে ক্ষণে সংশোধন ও প্রকল্পের সুবিধা ও বৃদ্ধি করেছেন তিনি। রাজ্য সরকার রাজ্যের সর্ব সাধারণের জন্য নানা ধরনের জনমুখী প্রকল্প আলোচনা করেছেন। তিনি কম বয়সী থেকে বয়স্ক, পুরুষ কিংবা মহিলা, বেকার কিংবা পড়ুয়া সকলের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। এবার মহিলাদের জন্য ফের প্রকল্পের খোজ নিয়ে উপস্থিত হয়েছি।WB Govt Scheme

 

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের (WB Govt Scheme) মধ্যে প্রকল্প গুলি হলো লক্ষীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, যুবশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী ও আরও বহু প্রকল্প। তিনি বিভিন্ন প্রকল্পের সুবিধাও ক্ষনে ক্ষনে বৃদ্ধি করেছেন। রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমান কিছুদিন আগে বৃদ্ধি করা হয়েছে। একদিকে কৃষক বন্ধু সহ আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা বৃদ্ধি কয়েছে।

মাত্র 333 টাকায় 17 লক্ষ টাকা, পোস্ট অফিসের দারুণ স্কিম, সুযোগ নিয়ে ফেলুন -India Post Scheme 2024

আজকের প্রতিবেদনে যে প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি সেই প্রকল্পের নাম হল জাগো প্রকল্প। জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের দেওয়া হচ্ছে 5000 টাকা। এই প্রকল্প কেবল সেই সব মহিলাদের জন্য যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন। এছাড়াও কেবল রাজ্যের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করতে বেশ কিছু জরুরি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

নগদে টাকা দিচ্ছে রাজ্য সরকার, মমতা সরকারের এই প্রকল্প ঝড় তুলেছে – WB Govt Scheme 2024

আজকের প্রতিবেদনে জাগো প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন৷

Website: https://shgsewb.gov.in/

Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.